অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে ভূগর্ভস্থ গ্যারেজে জ্বলন্ত গাড়ির আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীর মৃত্যু


ফ্রান্সে বিক্ষোভের পঞ্চম দিনে একটি জ্বলন্ত গাড়ি নেভানোর চেষ্টা করছেন এক দমকল কর্মী। টুরকোয়িং, ফ্রান্স। ২ জুলাই, ২০২৩।
ফ্রান্সে বিক্ষোভের পঞ্চম দিনে একটি জ্বলন্ত গাড়ি নেভানোর চেষ্টা করছেন এক দমকল কর্মী। টুরকোয়িং, ফ্রান্স। ২ জুলাই, ২০২৩।

প্যারিসের উত্তরে ভূগর্ভস্থ একটি গ্যারেজে জ্বলন্ত গাড়ির আগুন নেভাতে গিয়ে রবিবার রাতে ২৪ বছর বয়সী এক ফরাসি দমকল কর্মীর মৃত্যু হয়েছে। ফ্রান্সের রাজধানীতে ছয় রাত ধরে দাঙ্গা অব্যাহত রয়েছে। আলজেরীয় ও মরক্কান বাবা-মার এক সন্তানকে পুলিশ হত্যা করায় এই দাঙ্গা।

এই ঘটনা প্রসঙ্গে ফরাসি পরিবহনমন্ত্রী বলেন,"শান্তি ফিরিয়ে আনতে দিনরাত সক্রিয় সরকারি কর্মীদের কথা আমি ভাবছি।"

কর্তৃপক্ষ জানিয়েছে, গতরাতের ঐ দাঙ্গায় দেশজুড়ে ১৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগের দিনের চেয়ে এই সংখ্যা অনেকটা কম।

তিনজন পুলিশ আহত হয়েছেন। তবে, এই সংখ্যাটাও আগের কয়েক রাতের চেয়ে বেশ কম।

পুলিশের হাতে নিহত ওই কিশোরের পিতামহী রবিবার ফরাসি ব্রডকাস্টার বিএফএম টিভির সাথে কথা বলেন। হিংসা থামাতে তিনি দাঙ্গাকারীদের অনুরোধ করেন। তাঁকে নাদিয়া নামে সনাক্ত করা হয়েছে।

শনিবার দিনে ওই তরুণের শেষকৃত্যের পর রাতে দাঙ্গা কমে যায়।

১৭ বছর বয়সী আলজেরীয় ও মরক্কান অভিভাবকের সন্তান নাহেলের শেষকৃত্যের পর অস্থিরতা নিয়ন্ত্রণে আনার চেষ্টায় সরকার প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করে। উল্লেখ্য, প্যারিসের শহরতলি নানতেরে এলাকায় মঙ্গলবার ট্রাফিকে দাঁড়িয়ে থাকার সময় ওই কিশোরকে গুলি করা হয়।

ছয় রাত ধরে চলা বিক্ষোভে দাঙ্গাকারীরা গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, দোকানে লুটপাট চালিয়েছে। ফ্রান্সের নিজস্ব সম্পদ যেমন টাউনহল, থানা ও স্কুলগুলিকে নিশানা করেছিল তারা। ফরাসি অভ্যন্তরীণ মন্ত্রক বলেছে, শনিবার রাতে ৭১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। তার আগের রাতে ১৩১১ জন এবং বৃহস্পতিবার রাতে ৮৭৫ জনকে গ্রেফতার করা হয়েছিল।

XS
SM
MD
LG