অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের হামলায় পশ্চিম তীরে ১০ জন নিহত


ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের শহর জেনিনে ইসরাইলি সামরিক অভিযানের মধ্যে ধোঁয়া উড়ছে (৪ জুলাই, ২০২৩)
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের শহর জেনিনে ইসরাইলি সামরিক অভিযানের মধ্যে ধোঁয়া উড়ছে (৪ জুলাই, ২০২৩)

ইসরাইলি সেনারা মঙ্গলবার পশ্চিম তীরের শরণার্থী শিবিরে আরো তল্লাশি অভিযান চালিয়েছে। সোমবার থেকে শুরু হওয়া অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী বলছে তারা ১২০ জন সন্দেহভাজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে এবং জেনিন শিবির থেকে অস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা গত রাতের পর আরো ২ ব্যক্তি নিহত হবার কথা জানিয়েছে। যার ফলে নিহতের সংখ্যা বেড়ে ১০ ও আহতের সংখ্যা ১০০ হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, সোমবার ইসরাইলের অভিযান শুরুর পর তারা শিবির থেকে প্রায় ৩ হাজার মানুষ সরিয়ে নিয়েছে।

ইসরাইলের সামরিক অভিযানে ড্রোন হামলা, বুলডোজার ও শত শত সেনা অংশ নিয়েছে। কর্তৃপক্ষ একে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে আখ্যায়িত করেছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক সোমবার জানিয়েছে, তারা সংঘাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং “বেসামরিক ব্যক্তিদের প্রাণহানি যাতে না হয়, সে ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো অত্যাবশ্যক।” মন্ত্রক আরো জানায়, এই যুদ্ধে এটাই প্রমাণ হয়েছে যে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় ইসরাইলি ও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG