অ্যাকসেসিবিলিটি লিংক

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন সুনীল ছেত্রীর ভারত, ম্যাচের নায়ক গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু


সাফ ফুটবলে চ্যাম্পিয়ন সুনীল ছেত্রীর ভারত, ম্যাচের নায়ক গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু
সাফ ফুটবলে চ্যাম্পিয়ন সুনীল ছেত্রীর ভারত, ম্যাচের নায়ক গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু

সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হল ভারত। অনেক আগেই খেলা শেষ হয়ে যেত। যদি খেলার শেষদিকে ছাংতে গোল করে জিতিয়ে দিতে পারতেন।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার পরে টাইব্রেকারেই বাজিমাত ভারতীয় দলের। চ্যাম্পিয়ন হল তারা কুয়েতকে ফাইনালে হারিয়ে। ম্যাচের নায়ক গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু।

তার আগে উদান্ত সিং পেনাল্টি মিস করেছেন। টাইব্রেকারে ফয়সালা না হওয়ায় শেষমেশ সাডেন ডেথে ভারতের জয় এল। দুইবার সেভ করে গুরপ্রীত ভারতীয় দলের নায়ক বনে গিয়েছেন। এই নিয়ে ভারতীয় দল মোট নয় বার সাফ ফুটবলে সেরা হল।

ভারতীয় দল যোগ্য এর আগে সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধেও একইভাবেই মরিয়া খেলে জিতেছিল। ১২০ মিনিটে খেলার ফয়সালা না হলেও ফাইনালে তারপর তারা শেষ মিনিট পর্যন্ত লাগাতার নিজেদের প্রয়াস চালিয়ে গিয়েছে।

প্রথমার্ধের ১৪ মিনিটে কুয়েত ১-০ গোলে এগিয়ে গেলেও, দুর্দান্ত কামব্যাকে ম্যাচে ফিরে আসে ভারতীয় দল। ম্যাচের ৩৮ মিনিটে ছাংতের গোলে সমতা ফেরান সুনীল ছেত্রীরা।

এরপর গোটা ম্যাচে টানটান খেলা হয়েছে। শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও কোনও গোল হয়নি। শেষে পেনাল্টি শুট আউটে গড়ায় ফাইনাল। নির্ধারিত ৫টি করে পেনাল্টি মারার পর দু’দলের স্কোর ছিল ৪-৪। শেষে সাডেন ডেথে গিয়ে ভারত অনবদ্য জয় পায়। খেলার চূড়ান্ত ফল ভারতের পক্ষে ৬-৫।

XS
SM
MD
LG