বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অর্জিত মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমাদের প্রতিটি বাহিনী সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে ... তাই, তারা সবার কাছ থেকে সম্মান পায়। এই মর্যাদা বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে”।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে পিজিআরের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনী বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনেও তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণের সেবা করে।
তিনি পেশাদারিত্ব, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য পিজিআর সদস্যদের প্রশংসা করেন।
শেখ হাসিনা পিজিআর সদস্যদের দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন।
এর আগে শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছে পিজিআর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পিজিআর সদস্য যারা কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন ও গুরুতর আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের কাছে উপহার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন পিজিআরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল।