ইউরোপীয় ইউনিয়ন বলেছে, পররাষ্ট্র বিষয়ক এবং নিরাপত্তা নীতি বিষয়ক ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেলের পরিকল্পিত সফর চীন বাতিল করেছে।
বুধবার ইইউ মুখপাত্র নাবিলা মাসরালি একটি লিখিত বিবৃতিতে বলেছেন, বেইজিং কোনো কারণ জানায়নি। মাসরালি বলেন যে, চীন ইইউকে বলেছে, “পরের সপ্তাহের পরিকল্পিত তারিখগুলো আর সম্ভব নয়” এবং ব্লকটিকে “এখন বিকল্পগুলোর সন্ধান করতে হবে।”
বাণিজ্য, মানবাধিকার এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিষয়ে চীনের অবস্থান নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং-এর সাথে আলোচনার জন্য বোরেলের ১০ জুলাই চীন সফর করার কথা ছিল। ২৭ রাষ্ট্র বিশিষ্ট এই ব্লকটি প্রতিবেশী ইউক্রেনে তার প্রায় ১৭ মাস পুরনো আগ্রাসন বন্ধ করতে রাশিয়াকে রাজি করার প্রচেষ্টা বৃদ্ধির জন্য বেইজিংকে চাপ দিচ্ছে।
ইইউ গত সপ্তাহে একটি শীর্ষ সম্মেলনের পরে একটি বিবৃতি জারি করে, বিবৃতিতে তারা চীনকে “প্রতিযোগী এবং একটি পদ্ধতিগত প্রতিদ্বন্দ্বী” উভয়ই বলে অভিহিত করে।
রবিবার চীনে ইইউর রাষ্ট্রদূত জর্জ টলেডো সংবাদদাতাদের বলেছেন, সেপ্টেম্বরে ব্রাসেলস এবং বেইজিং-এর দুটি শীর্ষ সম্মেলন করার কথা রয়েছে- একটি অর্থনীতি এবং অন্যটি ডিজিটাল সহযোগিতার বিষয়ে।
এবার দ্বিতীয়বারের মতো চীনে বোরেলের পরিকল্পিত সফর বাতিল করা হয়েছে। তিনি কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় এপ্রিলের জন্য পরিকল্পনা করা একটি ট্রিপ বাতিল করা হয়েছিল।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স থেকে নেয়া হয়েছে।