ভারতের রাজধানী দিল্লির সদাব্যস্ত তিস হাজারি কোর্ট চত্ত্বরে ঘটল গুলিকাণ্ড। চেম্বার নিয়ে বচসার জের, আচমকাই আদালত চত্ত্বরে গুলি চালিয়ে বসেন এক আইনজীবী। আইনজীবীদের দুই পক্ষের মধ্যে ঝামেলায় আদালত চত্ত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। সংবাদ সূত্রের খবর, চেম্বার ও পার্কিং নিয়েই এই ঝামেলার সূত্রপাত।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত চত্ত্বরে। সংবাদমাধ্যম সূত্রের খবর, অতুল শর্মা নামে এক আইনজীবীর সঙ্গে আদালতেরই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মার ঝামেলা বাঁধে। সেই ঝামেলার মাঝেই আচমকাই মণীশ বন্দুক বের করে শূন্যে গুলি ছোড়েন। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার সাগর সিং কালসি জানান, "কোনও এক কারণে তিস হাজারি আদালত চত্ত্বরে আইনজীবীদের মধ্যে বিবাদ হয়। সেই বিবাদের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।"
এদিনের এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে সাদা পোশাকে বেশ কয়েকজন নিজেদের মধ্যে মারপিট করছেন। তারমধ্যেই একজন বন্দুক উঁচিয়ে তেড়ে যান, এবং শূন্যে গুলি ছোড়েন।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বার কাউন্সিলের চেয়ারম্যান। তিনি বলেন, "এই ঘটনার তদন্ত হবে। যে বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে, তাতে লাইসেন্স রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।" উল্লেখ্য, এর আগেও আদালত চত্বরে গুলি চালানোর ঘটনা ঘটেছে দিল্লিতেই।