-
কয়েক মাসের দ্বিধাদ্বন্দ্বের পর ওয়াশিংটন ইউক্রেনে গুচ্ছ গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেন এবং রাশিয়া গুচ্ছ গোলাবারুদ ব্যবহার করছে; তবে ইউক্রেনের গোলাবারুদের ঘাটতি রয়েছে।১০০টির বেশি দেশ গুচ্ছ যুদ্ধাস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছে।
-
রাশিয়া পশ্চিম ইউক্রেনের লেভিভে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ঘটনায় নিহত হয়েছে ৬ জন। ইউক্রেন কর্মকর্তারা বলেছেন, গত বছর ক্রেমলিনের বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর থেকে এই শহরের বেসামরিক এলাকায় এটি ছিলো সবচেয়ে বড় ধরণের হামলা।
-
আগামী সপ্তাহের নেটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে লিথুয়ানিয়ায়। এই সম্মেলনকে সামনে রেখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, ইউক্রেনের সদস্যপদের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে নেটো নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
শুক্রবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তুরস্কের নেতা রিজেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে আলোচনায় বসার কথা। ইউক্রেনের নেটোতে যোগদানের জন্য এবং মিত্রদের কাছ থেকে আরো অস্ত্র পাওয়ার জন্য এটি হচ্ছে তার সর্বসাম্প্রতিক সফর।
ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার বলেছে, সদস্য দেশগুলো ইউক্রেনের জন্য গোলাবারুদ উৎপাদন বৃদ্ধি করতে এব সদস্য রাষ্ট্রগুলোর গোলাবারুদ মজুদ বাড়াতে ৫৪ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।
ইউক্রেনের পাল্টা আক্রমণ
সিএনএন সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বুধবার জেলেন্সকি বলেছেন, তিনি আরো আগেই একটি পাল্টা আক্রমণ শুরু করতে চেয়েছিলেন। তবে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার ওপর সেই পাল্টা আক্রমনের সময় নির্ভর করছিলো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরুর পর, রাশিয়ার দখল করা অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে ইউক্রেন গত মাসে পাল্টা আক্রমণ শুরু করে।
গত সপ্তাহে ডেনমার্ক বলেছে এফ সিক্সটিন চালানোর জন্য ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে।
ভয়েস অফ আমেরিকার জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ শেল্ডিন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।