অ্যাকসেসিবিলিটি লিংক

মাহি-র জন্মদিন: ধোনিকে না পেয়ে এখনও অবিবাহিত বেঙ্গালুরুর তরুণী, নানা রাজ্যে বিশাল কাট আউট


ধোনিকে না পেয়ে এখনও অবিবাহিত বেঙ্গালুরুর তরুণী
ধোনিকে না পেয়ে এখনও অবিবাহিত বেঙ্গালুরুর তরুণী

৭ জুলাই ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ও জনপ্রিয়তম ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, সকলের প্রিয় মাহি-র জন্মদিন। এই বিশেষ দিনে এম এস ধোনির সঙ্গে দেখা করতেই হবে। সারা বিশ্বে অগণিত মাহির সমর্থক। ৭ জুলাই দিনটিকে ঘিরে ভারতীয়দের আবেগের বলয় বিরাজ করে।

শুক্রবার ৭ জুলাই রাঁচিতে এক তরুণীর সন্ধান পাওয়া গিয়েছে, যিনি বেঙ্গালুরুতে একটি সংস্থায় জেনারেল ম্যানেজার পদে রয়েছেন। ধোনিকে বিয়ে করবেন, এমন মনোবাসনা বহুদিনের ছিল। তারপর ধোনির বিয়ে হয়ে যাওয়ার পরেও ভালবাসায় কমেনি তাঁর।

তাই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেছেন, 'সাক্ষীর সঙ্গে মাহির বিয়ে হয়ে যাওয়ায় আমার কোনও দুঃখ নেই। কিন্তু আমার একটাই ভালবাসা, তিনি হলেন এম এস ধোনি। ওঁর মতো কোনও ছেলে পাইনি বলে আমি বিয়েও করিনি। এই নিয়ে বাড়িতে খুব অশান্তিও হয়েছে, কিন্তু আমি নিজের মত বদল করিনি।"

বেঙ্গালুরু থেকে সোজা চলে এসেছেন রাঁচিতে ধোনির ফার্ম হাউসে। যদি প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, এই আশাতে। কিন্তু এদিন ধোনি নিজের শহরে ছিলেন না। তাঁর হদিশ কেউ পায় না। বড় সংস্থার এই কর্পোরেট মহিলা বলেছেন, "আমি চেয়েছিলাম একটাই কথা বলার, ধোনি আই লাভ ইউ, সেটা আর বলা হল না।"

তবে লাবণ্য নামে ওই তরুণী শনিবারও রাঁচিতে থাকবেন ধোনির দেখা পাওয়ার আশায়। এর আগে অবশ্য আইপিএল চলার সময় একবার বিমানে দেখা হয়ে গিয়েছিল ধোনির সঙ্গে। সেইসময় সেলফিও তুলেছিলেন আশিকের সঙ্গে।

মহেন্দ্র সিং ধোনির ঘিরে সাজো সাজো রব ছিল সারা দেশে। একজন ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি একটা সময় খড়গপুর রেল স্টেশনে টিকিট কালেক্টর ছিলেন, সেই তিনিই দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। যিনি ভারতকে স্বপ্ন দেখতে শুরু করিয়েছেন, "আমি রাঁচির একটা সাধারণ ছেলে হয়ে যদি পারি, বাকিরাই বা পারবে না কেন।"

নানা রাজ্যে ধনির বিশাল কাট আউট
নানা রাজ্যে ধনির বিশাল কাট আউট

ভারতে একে মাহি ম্যানিয়া বলা যেতে পারে। অনেক ফ্যানই নানাভাবে ধোনিকে নিয়ে উৎসবে ব্যস্ত। হায়দরাবাদ ও অন্ধ্রপ্রদেশের ফ্যানরা ধোনির বিশাল কাটআউট বানিয়েছেন। হায়দরাবাদে হয়েছে ৫২ ফুটের কাটআউট, আর অন্ধ্রে হয়েছে ৭৭ ফুটের কাটআউট। নন্দীগামার কাট আউটটি ধোনির সিএসকে জার্সির একটি ছবি। সেখানকার ভক্তদের দুধও ঢালতে দেখা গিয়েছে।

ধোনি মানেই এখনও ভারতে মিথ। ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন ধোনি। এরপর ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের দায়িত্ব। ২০১৩ সালে শেষবার ধোনির নেতৃত্বেই ভারতের শেষ আইসিসি ট্রফিতে খেতাব আসে।

ওয়ান ডে ক্রিকেটে ধোনির ৩৫০ ম্যাচে ৫০.৫৭ গড়ে ১০,৭৭৩ রান রয়েছে। ঝুলিতে ১০টি সেঞ্চুরি এবং ৭৩টি হাফ সেঞ্চুরি। ধোনি ভারতের হয়ে ৯৮টি টি ২০ খেলে দুটি হাফ সেঞ্চুরি সহ ১২৬.১৩ স্ট্রাইক রেটে ১৬১৭ রান রয়েছে।

মোট ৯০টি টেস্ট ম্যাচ খেলে ছয়টি সেঞ্চুরি এবং ৩৩টি অর্ধশতরানের সাহায্যে ৪৮৭৬ রান করেন। গড় ৩৮.০৯। উইকেটের পিছনেও মাহির নজির রয়েছে। মার্ক বাউচার, অ্যাডাম গিলক্রিস্ট, ইয়ান হিলি ও রডনি মার্শের পরেই তিনি, মোট ২৯৪টি শিকার রয়েছে কিপিং করে।

XS
SM
MD
LG