সমুদ্রবিজ্ঞান গবেষণা বিষয়ে,বাংলাদেশ ও ভারতের দু’টি প্রতিষ্ঠান একটি সমঝোতা স্মারক সই করেছে। এই সমঝোতা স্মারক, মহাসাগর বিজ্ঞানের ক্ষেত্রে কার্যক্রমের জন্য একটি কাঠামো তৈরিতে সহায়তা করবে।
সিএসআইআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, গোয়া (সিএসআইআর-এনআইও) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ (বিএসএমআরএমইউ) এর মধ্যে শুক্রবার (৭ জুলাই) ভারতের গোয়ায় এই স্মারক (এমওইউ) সই হয়েছে।
প্রতিষ্ঠান দুটি সমাজের কল্যাণে গবেষণা ও উন্নয়নের অগ্রগতিতে যৌথভাবে কাজ করতে পারবে। আর, উভয় দেশের মধ্যে ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) মিশনে অবদান রাখবে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে এই সমঝোতা স্মারক সক্ষমতা বৃদ্ধি এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।