অ্যাকসেসিবিলিটি লিংক

এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের বিপক্ষে আফগানদের প্রথম ওয়ানডে সিরিজ জয়


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচে বাংলাদেশের মোহাম্মদ নাঈমকে (ছবিতে নেই) আউট করার পর, আফগানিস্তানের সতীর্থদের সাথে ফজল হক ফারুকীর উল্লাস। ৮ জুলাই, ২০২৩।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচে বাংলাদেশের মোহাম্মদ নাঈমকে (ছবিতে নেই) আউট করার পর, আফগানিস্তানের সতীর্থদের সাথে ফজল হক ফারুকীর উল্লাস। ৮ জুলাই, ২০২৩।

রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান-এর ওপেনিং জুটির রেকর্ড গড়ার মধ্য দিয়ে শনিবার (৮ জুলাই) চট্টগ্রামে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে সফরকারী আফগানিস্তান। ১৪৩ রানের জয়ে, প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান।

একই ভেন্যুতে প্রথম ম্যাচে ১৭ রানে জয়লাভ করে তারা। এদিকে, শেষ ওডিআই ম্যাচ ১১ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ আফগানদের বড় জয়ের সুযোগ করে দিতে পারে।

শনিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আফগানিস্তান এটিকে বড় স্কোর সংগ্রহের সুযোগ হিসেবে নেয়। ওপেনিং ব্যাটার রহমানউল্লাহ ও ইব্রাহিম মিলে গড়েন ২৫৬ রানের অসামান্য জুটি। এটিই ওয়ানডেতে আফগান ব্যাটারদের সর্বোচ্চ রানের জুটি এবং দুজনেই সেঞ্চুরি করেছেন।

এদিকে সাকিব আল হাসান রহমানউল্লাহকে আউট করে জুটি ভাঙে দেন। এর পর, দ্রুত উইকেট হারায় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে সাকিব, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন।

পরে, বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। প্রথম ১০ ওভারে তিনটি উইকেট হারায় তারা।আফগান দলের ফজল হক ফারুকী তিনটি উইকেট নিয়েছেন। মুজিব উর রহমানও নিয়েছেন তিন উইকেট। এই চাপ টাইগার টিমকে আরো সমস্যায় ফেলে।

এদিকে, মুশফিকুর রহিম কঠোর লড়াই করে ৬৯ রান করেন; যা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিলো না।অবশেষে ৩৩১ রান তাড়া করতে গিয়ে ৪৩ দশমিক ২ ওভারে, ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আর, ১৪২ রানে হেরে যায়।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজের পর সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

XS
SM
MD
LG