অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সিরিয়ায় আইএস নেতা নিহত


যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রকাশিত ভিডিও থেকে নেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, সিরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স এমকিউ-নাইন রিপার ড্রোনের উড়ানপথে অগ্নিশিখা ছড়াচ্ছে রুশ সামরিক এসইউ-থার্টিফোর ও এসইউ-থার্টিফাইভ বিমান (বামদিকে নিচে)। ৬ জুলাই, ২০২৩।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রকাশিত ভিডিও থেকে নেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, সিরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স এমকিউ-নাইন রিপার ড্রোনের উড়ানপথে অগ্নিশিখা ছড়াচ্ছে রুশ সামরিক এসইউ-থার্টিফোর ও এসইউ-থার্টিফাইভ বিমান (বামদিকে নিচে)। ৬ জুলাই, ২০২৩।

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পূর্ব সিরিয়ায় ইসলামিক স্টেটের এক নেতা নিহত হয়েছে। রবিবার এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার চালানো বিমান হামলায় উসমাহ আল-মুহাজিরকে হত্যা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল 'এরিক' কুরিলা বলেন,"আমরা স্পষ্ট করে দিয়েছি যে, গোটা অঞ্চলে আইসিস-কে পরাজিত করতে আমরা দায়বদ্ধ আছি। আইসিস শুধু এই অঞ্চল নয়, তার বাইরেও একটা বিপদ হিসেবে রয়ে গেছে।" তিনি সন্ত্রাসী গোষ্ঠীর সংক্ষিপ্ত নাম ব্যবহার করেন।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, আইএসের বিরুদ্ধে অভিযান "ইরাক ও সিরিয়াতে সহযোগী বাহিনীর পাশাপাশি এই গোষ্ঠীকে স্থায়ীভাবে পরাস্ত করতে অব্যাহত থাকবে।"

XS
SM
MD
LG