অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলায় ১০ আল-শাবাব জঙ্গি নিহত


ফাইল-২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি মোগাদিশুর বাইরে সামরিক অনুশীলন চলাকালে আল-শাবাবের সশস্ত্র যোদ্ধারা মার্চ করছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে যে তারা সোমালিয়ায় আল-শাবাব যোদ্ধাদের বিরুদ্ধে তিনটি নতুন বিমান হামলা চালিয়ে ১০ জঙ্গিকে হত্যা করেছে।

আফ্রিকম নামে পরিচিত যুক্তরাষ্ট্র-আফ্রিকা কমান্ড বিবৃতি দিয়ে বলেছে, "সম্মিলিত আত্মরক্ষামূলক" বিমান হামলাটি সোমালি ন্যাশনাল আর্মির সমর্থনে চালানো হয়।

আফ্রিকম বলেছে, সোমালিয়ার ফেডারেল সরকারের অনুরোধে এই হামলা চালানো হয় জুবা অঞ্চলে আফমাদো শহরের কাছে এক প্রত্যন্ত এলাকায়। এই এলাকা কিসমায়োর ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) উত্তরে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, "সোমালি ন্যাশনাল আর্মির সাথে কাজ করতে গিয়ে যুক্তরাষ্ট্র-আফ্রিকা কমান্ডের প্রাথমিক মূল্যায়ন হল, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১০ জন আল-শাবাব জঙ্গি নিহত হয়েছে এবং কোনও বেসামরিক নাগরিক আহত বা নিহত হয়নি।"

আফ্রিকম জানিয়েছে, এই অভিযানের ফলাফল নিয়ে মূল্যায়ন তারা চালিয়ে যাবে এবং অতিরিক্ত উপযুক্ত তথ্য দিয়ে যাবে।

ওই বিবৃতি আরও জানাচ্ছে, "এই অভিযানে যুক্ত ইউনিট ও ব্যবহৃত জিনিসপত্রের নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হবে না অভিযানের নিরাপত্তার খাতিরেই।"

এই নিয়ে চলতি বছরে সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার সংখ্যা ১৩-তে দাঁড়ালো।

XS
SM
MD
LG