বাংলাদেশের সাভারের রানা প্লাজা ধসে মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায়, ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ৬ মাসের জন্য মূলতবি রেখেছেন আপিল বিভাগ। এই ৬ মাস সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দেয়া হয়েছে।
সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান। গত ৬ এপ্রিল এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিলেন আইনজীবীরা।
পরে রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। আবেদনের শুনানি নিয়ে গত ৯ এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। ফলে, রানার মুক্তিও স্থগিত হয়ে যায়।
এরপর, গত ৮ মে, আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেন। সোমবার আবার তার জামিনের বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ৬ মাসের জন্য মূলতবি করেন। পাশাপাশি হাইকোর্টের জামিন আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়। এদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনার পর দায়ের করা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ভবন মালিক সোহেল রানা।