সোমবার ক্রেমলিন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এবং ভাগনার কমান্ডারদের সাথে সাক্ষাৎ করেছেন। প্রিগোজিন একটি সংক্ষিপ্ত বিদ্রোহের নেতৃত্ব দেয়ার কয়েকদিন পরে এই সাক্ষাৎ হয়।
ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন, তিন ঘণ্টার বৈঠকে পুতিন “২৪ জুনের ঘটনা” নিয়ে তার মূল্যায়ন পেশ করেন এবং সেদিন কী ঘটেছিল- তা কমান্ডারদের কাছে শোনেন। ২৪ জুন প্রিগোজিনের নেতৃত্বে ভাগনার মার্সেনারি গ্রুপ বিদ্রোহ করেছিল।
পেসকভ বলেন, কমান্ডাররা রাশিয়ার হয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
এই বিদ্রোহের ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সামরিক নেতৃত্বে রদবদল করবেন বলে জল্পনা শুরু হয়েছিল।
সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের দীর্ঘদিনের চাওয়া- ইইউতে যোগদানের পথ খুলে দিলে তার দেশ সুইডেনকে নেটোতে যোগদানে সমর্থন দিতে পারে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় গত বছর সুইডেন এবং ফিনল্যান্ড নেটোতে যোগদানের আবেদন করে। ফিনল্যান্ডের আবেদন এপ্রিল মাসে অনুমোদিত হয়। সুইডিশ কর্মকর্তারা বলছেন, অনুমোদনের জন্য তারা তুরস্কের সাথে নতুন একটি সন্ত্রাসবিরোধী আইন প্রণয়নসহ সংস্কার কার্যকর করার জন্য একটি চুক্তি মেনে চলেছেন।
সোমবার নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের এরদোয়ান এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সাথে আলোচনার কথা ছিল।
স্টলটেনবার্গ বলেছেন, লিথুনিয়ায় এই সপ্তাহে ভিলনিয়াস শীর্ষ সম্মেলনে নেতারা ইউক্রেনের জন্য “কয়েক বছরের সহায়তা প্যাকেজের” বিষয়ে একমত হবেন।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।