অ্যাকসেসিবিলিটি লিংক

সুইডেনের নেটোতে যোগ দেওয়ার আবেদনে তুরস্কের সম্মতি; শীর্ষ সম্মেলনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করলেন নেটো প্রধান


তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ানের পাশে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ভিলনিয়াসে নেটো শীর্ষ সম্মেলনের প্রাক্কালে করমর্দন করছেন। ১০ জুলাই, ২০২৩। (ছবি ইয়েভেস হারম্যান/পুল/এএফপি)
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ানের পাশে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এবং নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ভিলনিয়াসে নেটো শীর্ষ সম্মেলনের প্রাক্কালে করমর্দন করছেন। ১০ জুলাই, ২০২৩। (ছবি ইয়েভেস হারম্যান/পুল/এএফপি)

মঙ্গলবার নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, তিনি “পুরোপুরি আত্মবিশ্বাসী” যে, তুরস্ক নেটোতে সুইডেনের যোগদানকে অনুমোদন করবে এবং লিথুনিয়ার রাজধানীতে দুই দিনের শীর্ষ সম্মেলনে জড়ো হওয়া নেটো জোটের নেতারা ইউক্রেনের নেটো যোগদানের নিজস্ব ইচ্ছা সম্পর্কে “খুব শক্তিশালী এবং ইতিবাচক বার্তা পাঠাবে।”

স্টলটেনবার্গ বলেছেন, ভিলনিয়াসে নেটো শীর্ষ সম্মেলন “শুরু হওয়ার আগেই ইতোমধ্যে ঐতিহাসিক মর্যাদা পেয়েছে।” কয়েক মাস ধরে চলা অচলাবস্থার পরে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে আলোচনায় অগ্রগতি অর্জনের প্রেক্ষাপটে তিনি একথা বলেন। অচলাবস্থার সময়ে এরদোয়ান স্টকহোমকে তুরস্ক সরকার যে রাজনৈতিক দলটিকে উগ্রবাদী হিসেবে বিবেচনা করে সেটির সুইডেন শাখাকে দমন করার জন্য যথেষ্ট পদক্ষেপ না নেয়ার অভিযোগে অভিযুক্ত করেন।

এরদোয়ান সুইডেনের নেটো সদস্য হওয়ার আবেদনের প্রতি তুরস্কের পার্লামেন্টের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে হাঙ্গেরির সমর্থন প্রদান এখনো বাকি রয়েছে। এটি এমন একটি প্রক্রিয়া যা নেটো সদস্যদের দ্বারা সর্বসম্মতভাবে অনুমোদিত হতে হবে। আশা করা যাচ্ছে যে, হাঙ্গেরিও সুইডেনকে সমর্থন করবে।

শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এরদোয়ান শেষ মুহূর্তে বিষয়টিকে এড়িয়ে যান বলে মনে হচ্ছিল। এরদোয়ান ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আঙ্কারার স্থবির দাবির সাথে সুইডেন নেটো সদস্য হওয়ার আবেদনের ইস্যুকে সংযুক্ত করেছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শীর্ষ সম্মেলনের প্রথম দিনের শেষে মঙ্গলবার এরদোয়ানের সাথে সাক্ষাৎ করতে চলেছেন। তিনি সুইডেনের প্রতি তুরস্কের সমর্থনের সংবাদকে স্বাগত জানিয়েছেন।

সুইডেন এবং ফিনল্যান্ড গত মে মাসে সদস্যপদ পাওয়ার জন্য যৌথভাবে আবেদন করেছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে নর্ডিক দেশ দুটি নেটোর সদস্য পদের ধারণার প্রতি অপ্রতিরোধ্য জনপ্রিয় সমর্থনের কথা উল্লেখ করেছে। এপ্রিলে ফিনল্যান্ডের সদস্যপদ চূড়ান্ত হয়।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG