অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়ান ডে ক্রিকেট কমানোর প্রস্তাব দেবেন ভারত থেকে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী এমসিসি-র সভায়


ওয়ান ডে ক্রিকেট কমানোর প্রস্তাব দেবেন ভারত থেকে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামী এমসিসি-র সভায়।

সামনেই ওয়ান ডে বিশ্বকাপ, আইসিসি সেই নিয়ে নানা ভাবনাচিন্তাও শুরু করেছে। কিন্তু এমসিসি ক্রিকেট কমিটি প্রস্তাব দিয়েছে, ওয়ান ডে ক্রিকেট অনেক কমানো হোক। এর আগে এই প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দিয়েছিলেন শচীন তেন্ডুলকর। তিনি জানান, টেস্ট ও টি ২০ ক্রিকেটের মধ্যে পড়ে ওয়ান ডে ক্রিকেট তার জনপ্রিয়তা হারাচ্ছে।

সেইসময় শচীনের কথা শুনে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। এবার সেই কথাই বলার পরিকল্পনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীদের কমিটি। তাঁরা বুধবার ১২ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে কনফারেন্স কলের মাধ্যমে বৈঠকে প্রস্তাব দেবেন, কেন কী কারণে ওয়ান ডে ক্রিকেট বার্ষিক ক্যালেন্ডার থেকে কমানো হলে ভাল।

এমসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক গ্যাটিং। তিনি এদিন এক বিবৃতিতে জানান, ওয়ান ডে ক্রিকেট কমানো হলে সার্বিকভাবে ক্রিকেটারদের পক্ষে ভাল হবে। এতে ক্রিকেটের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাছাড়া ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দেশের মধ্যে ওয়ান ডে সিরিজ হবে একটা করে। তাতেই সবদিক সামলানো যাবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

XS
SM
MD
LG