অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া


কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।

বুধবার (১২ জুলাই) তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এর আগে সকাল ৯টার দিকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা। সেখানে তাদের স্বাগত জানান ইউএনএইচসিআর, আইএমও এবং আরআরআরসি অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসন ও শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

পরে উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা সড়ক পথে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন এবং সকাল সাড়ে ১০টা নাগাদ উখিয়ার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিচালনাধীন সেবা ও সহযোগিতা কেন্দ্র পরিদর্শন করেন।

উজরা জেয়া ও তাঁর সফরসঙ্গীরা উখিয়ার বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে বিকেলে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে এক বৈঠক করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উজরা জেয়ার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের এই সফরে গণতন্ত্র, মানবাধিকার ও মানবিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। এ ছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি প্রত্যাবাসনও আলোচনার বিষয় হতে পারে।

XS
SM
MD
LG