অ্যাকসেসিবিলিটি লিংক

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নতুন ঠিকানা দিল্লিতে প্র‍য়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বাংলো


ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তাঁর বিরুদ্ধে হওয়া মানহানির মামলার শুনানি নিয়ে জটিলতা কাটেনি। খারিজ হয়ে রয়েছে সাংসদ পদও। এরমধ্যেই বাড়ি বদল করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বর্তমানে তিনি মা সনিয়া গান্ধীর বাংলোয় থাকেন। এবার তাঁর নতুন ঠিকানা হতে যাচ্ছে দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন ইস্ট বি-২ এলাকা। সেখানেই রয়েছে দিল্লির প্রাক্তন কংগ্রেস-এর মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বাংলো। শীলা মারা যাওয়ার পর তাঁর পুত্র কংগ্রেস নেতা সন্দীপ সেখানে থাকতেন। সম্প্রতি সন্দীপ এই এলাকাতেই অন্য একটি বাংলোয় উঠে গিয়েছেন। দীক্ষিত পরিবারের এই বাংলোই হতে চলেছে রাহুল গান্ধীর নতুন ঠিকানা।

সাংসদ পদ চলে যেতেই রাহুল সরকারি বাংলো ছেড়ে দিয়ে উঠেছিলেন মা সনিয়ার বাংলোয়। সেখানে ছয়টি বেড রুমের একটিতে থাকেন রাহুল। কিন্তু তাঁর অফিস করার মতো জায়গা বাংলোয় নেই। তাছাড়া, এসপিজি নিরাপত্তা তুলে নেওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধীকে সরকারি বাংলো ছেড়ে দিতে হয়েছে। তিনি দিল্লিতে মায়ের কাছেই থাকেন।

এছাড়া সনিয়ার নিরাপত্তা রক্ষীরা ছাড়াও বাংলোর একাংশে কংগ্রেস নেত্রীর অফিস রয়েছে। সনিয়া কংগ্রেস সংসদীয় দলের নেত্রী। তাছাড়া কংগ্রেসের শীর্ষ নেতা হিসাবে দেশ-বিদেশের বহু অতিথি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। ফলে সনিয়ার বাংলো প্রধানমন্ত্রীর বাংলোর তুলনায় আয়তনে খানিক বড় হলেও রাহুল গান্ধীর মতো ব্যস্ত রাজনীতিকের অফিস চালানোর মতো জায়গা সেখানে নেই বলেই দলীয় সূত্রে খবর।

রাহুল বাংলোয় থাকলে প্রতিদিন শতাধিক নেতা-কর্মীর সঙ্গে দেখা করেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি সরকারি বাংলো ছেড়ে দেওয়ার পর কংগ্রেসের বহু নেতা-কর্মী তাঁকে নিজের বাংলো ছেড়ে দিতে চেয়েছিলেন। রাজ্যসভার নেতা হিসাবে মল্লিকার্জুন খাড়্গের বাংলোটিও বেশ বড়। কংগ্রেস সভাপতিও চেয়েছিলেন রাহুল তাঁর বাংলোর এক অংশে থাকুন।

জানা গিয়েছে সন্দীপ দীক্ষিত রাহুলকে নিখরচায় বাংলোয় থাকতে দিয়ে চেয়েছেন। কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতি রাজি হননি। তিনি ভাড়া দিয়েই থাকবেন। রাহুলের নিজের কোনও বাড়ি, জমি, ফ্ল্যাট, গাড়ি নেই। যে গাড়িটি ব্যবহার করেন সেটিও সনিয়া গান্ধীর।

XS
SM
MD
LG