অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ওড়িশায় নিজের নামে সরকারি প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক


পূর্ব ভারতের ওড়িশার রাজনীতিবিদ ও মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বিজু পট্টনায়েক।
পূর্ব ভারতের ওড়িশার রাজনীতিবিদ ও মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বিজু পট্টনায়েক।

পূর্ব ভারতের ওড়িশার প্রবাদপ্রতিম রাজনীতিবিদ ও মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বিজু পট্টনায়েক। প্রাক্তন কংগ্রেসি বিজু ছিলেন জনতা পার্টি ও জনতা দলের স্থপতিদের অন্যতম। জনতা দল ভেঙে তৈরি ডজনেরও বেশি দলের অন্যতম বিহারে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং ওড়িশায় বিজু জনতা দল। বাবার নামে দল গড়েন ২৩ বছর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আগামী লোকসভা ও বিধানসভা ভোটের লক্ষ্যে এবার নিজের নামেই সরকারি স্কিম চালু করলেন মুখ্যমন্ত্রী নবীন। তাঁর সরকারের নতুন স্কিমের নাম ‘আমা ওড়িশা, নবীন ওড়িশা’, অর্থাৎ 'আমাদের ওড়িশা, নতুন ওড়িশা'।

ওড়িশায় বিগত বহু বছর ধরেই লোকসভা ও বিধানসভার নির্বাচন একসঙ্গে হয়ে আসছে। সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের এপ্রিল-মে মাসে হবে লোকসভা এবং ওড়িশা বিধানসভার ভোট। নবীনের নয়া স্কিমে রাজ্যের পঞ্চায়েতগুলিকে সরকার মাথাপিছু ৫০ লাখ টাকা দেবে। এই টাকা তারা নির্ধারিত কিছু প্রকল্পেই খবচ করতে পারবে। তবে নির্ধারিত তালিকা থেকে কোন পঞ্চায়েত কোন খাতে খরচ করবে সেটা তাদের ব্যাপার।

ওড়িশাতে গত বছর অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে বিজেডি সিংহভাগ পঞ্চায়েত দখল করেছে। বিশেষজ্ঞদের মতে ভোটের মুখে দলীয় পঞ্চায়েতের হাত দিয়ে গ্রামে উন্নয়নের আবহ তৈরির পরিকল্পনা নিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

নবীন ওড়িশা বলার কারণ, এই টাকা খরচ করা যাবে গ্রামে ইন্টারনেট পরিষেবা, ই-লাইব্রেরি, জিম ইত্যাদি আধুনিক পরিষেবা চালুর জন্য। বিজু জনতা দলের বক্তব্য, নবীন অর্থ নতুন। মুখ্যমন্ত্রীর নাম নবীন হওয়ায় সেটি ব্যবহার করা যাবে না, এমন নিশ্চয়ই নয়।

যদিও বিরোধীরা বলছে, মুখ্যমন্ত্রী কৌশল করেই নিজের নামটি সরকারি স্কিমে ঢুকিয়ে দিয়েছেন। ভোটের আগে গ্রাম গ্রামান্তরে ‘নবীন’ শব্দটি জ্বল জ্বল করবে সরকারি প্রচারের কৌশলে। এটা যেমন কুশলী রাজনীতির চাল, তেমনই বিরোধীদের দাবি তা অনৈতিকও বটে।

উল্লেখ্য, ওড়িশায় এই জাতীয় প্রকল্প অতীতে বিজেডির জন্য লাভদায়ক হয়েছে। ২০১৭-র পঞ্চায়েত ভোটে বিজেপির কাছে ভাল মতো ধাক্কা খেয়েছিল বিজেডি। নবীন এরপরই ‘আমা গাও আমা বিকাশ’ অর্থাৎ 'আমাদের গ্রাম আমাদের বিকাশ' নামে প্রকল্প চালু করেছিলেন। তখনও পঞ্চায়েতগুলিকে টাকা বিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার যেমন আট হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন তিনি। খুব শিগগির পঞ্চায়েতের অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই টাকা। তারপরই রাজ্য সফরে বের হবেন মুখ্যমন্ত্রী।

XS
SM
MD
LG