অ্যাকসেসিবিলিটি লিংক

২৫তম এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-এর অফিসিয়াল ম্যাসকট লর্ড হনুমান


২৫তম এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-এর অফিসিয়াল ম্যাসকট লর্ড হনুমান।
২৫তম এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-এর অফিসিয়াল ম্যাসকট লর্ড হনুমান।

আগামী এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-এর অফিসিয়াল ম্যাসকট হিসাবে আত্মপ্রকাশ করল লর্ড হনুমান। বুধবার, ১২ জুলাই থেকে থাইল্যান্ডে শুরু হল এই চ্যাম্পিয়নশিপ।

নিজেদের ওয়েবসাইটে এ খবর জানিয়ে আয়োজকরা বলেছে হনুমানকে ম্যাসকট করার একটাই অর্থ, এটি গতি, শক্তি, সাহস ও স্বাধীনতার মূর্ত প্রতীক। অ্যাথলিটদের কাছে এটি বিশেষ গ্রহণযোগ্য হতে পারে।

২৫তম এশীয় অ্যাথলেটিক্সের যে লোগো প্রকাশ করা হয়েছে, সেটিও অ্যাথলিটদের মান্নোয়নের ক্ষেত্রে বিশেষ অর্থবহ হবে বলে আশা করা হচ্ছে। এই লোগোর মাধ্যমে অ্যাথলিটদের দক্ষতা, তাঁদের টিম ওয়ার্ক, পাশাপাশি ত্যাগের কথাও বিশেষভাবে বলা হয়েছে। পাশাপাশি হনুমানের দায়বদ্ধতা ও নিজের কাজের প্রতি সততা ও আত্মত্যাগও বিশেষভাবে প্রচারিত হচ্ছে।

এই আসরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত শটপাটার তেজিন্দার পাল সিং ও লঙজাম্পার মুরলী শ্রীশঙ্কর।

থাইল্যান্ডের এই অ্যাথলেটিক মিট এশিয়ান গেমসের আগে ভারতীয় প্রতিযোগীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এমনকী প্যারিস অলিম্পিকেও যোগ্যতামানের বিষয়ে এটি বিশেষ সহায়তা করতে পারে।

এশীয় মিটে ভারতের সেরা তারকারাও অংশ নেবেন বলে জানা গিয়েছে। তাঁরাও নিজেদের সেরাটা দেওয়ার বিষয়ে উন্মুখ হয়ে রয়েছেন।

এই পাঁচ দিনের মিটে ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া নিজে হাজির থাকবেন বলে জানিয়েছেন। তিনি বাকি অ্যাথলিটদের প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। টুইট করে জানান, "দেশের অ্যাথলিটদের শুভেচ্ছা জানাই ও এই মিটে সফলতা আসবে, আমরা দারুণ করব।"

XS
SM
MD
LG