অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের বাস্তিল দিবস কুচকাওয়াজে সম্মানিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


প্যারিসের চ্যাম্পস-এলিসিস এভিনিউতে বাস্তিল দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে) এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ; ১৪ জুলাই ২০২৩।
প্যারিসের চ্যাম্পস-এলিসিস এভিনিউতে বাস্তিল দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে) এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ; ১৪ জুলাই ২০২৩।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুক্রবার প্যারিসে বাস্তিল দিবস উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন।

মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একসাথে চ্যাম্পস এলিসিতে ফরাসি এবং ভারতীয় সেনাদের যৌথ কুচকাওয়াজ পর্যবেক্ষণ করবেন।

ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমানও আর্ক ডি ট্রায়মফ থেকে একটি ফ্লাইওভারে অংশ নেবে।কয়েক বছর আগে ভারত ফ্রান্স-এর কাছ থেকে একই ধরণের রাফাল যুদ্ধবিমান কিনেছে।

ফ্রান্স থেকে ভারতের সামরিক বাহিনীর জন্য ২৬টি রাফাল জেট ও তিনটি স্কোর্পেন-শ্রেণির সাবমেরিন কেনার বিষয়ে ভারতের সাম্প্রতিক অনুমোদনের পর; ফ্রান্সের জাতীয় ছুটির দিন উপলক্ষে বার্ষিক অনুষ্ঠানে মোদি সম্মানিত অতিথি (গেস্ট অফ অনার) হিসেবে যোগ দিলেন।

এলিসি প্রাসাদে মোদির সম্মানে আয়োজিত এক নৈশভোজে বৃহস্পতিবার ম্যাক্রোঁ বলেলেন, ভারত “বিশ্বের ইতিহাসে বিশেষ একটি শক্তি, যা আমাদের ভবিষ্যত দিনগুলোতে একটি নির্ধারণকারী ভূমিকা রাখবে” এবং দেশটি “ আমাদের কৌশলগত অংশীদার এবং বন্ধু।”

এদিকে, বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টও “বাণিজ্যসহ ইইউ-ভারত অংশীদারিত্বের সকল ক্ষেত্রে মানবাধিকারকারকে একীভূত করার” আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সর্বোচ্চ পর্যায়ে “পরিকল্পিতভাবে এবং প্রকাশ্যে মানবাধিকার বিষয়ক উদ্বেগগুলো উত্থাপন করার” আহ্বান জানানো হয়েছে।

এছাড়া লে মন্দ পত্রিকায় এক মন্তব্য প্রতিবেদনে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ম্যাক্রোঁকে মোদির মানবাধিকারের ক্ষতিকর রেকর্ড ভুলে না যাওয়ার জন্য আহবান জানান। তারা প্রধানমন্ত্রী মোদিকে সুশীল সমাজের দমন-পীড়ন বন্ধ করতে, প্রধান প্রধান গণমাধ্যমের (আউটলেটগুলোর) স্বাধীনতা নিশ্চিত করতে এবং ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত রাখতে মোদিকে উৎসাহিত করার জন্য ম্যাক্রোঁর প্রতি অনুরোধ জানান।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG