অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের রাজধানী দিল্লি ভারি বৃষ্টি ও যমুনার জলস্তর বাড়ায় বিপদগ্রস্ত, মুখ্যমন্ত্রী চাইলেন সেনার সাহায্য


ভারতের রাজধানী দিল্লি ভারি বৃষ্টি ও যমুনার জলস্তর বাড়ায় বিপদগ্রস্ত, মুখ্যমন্ত্রী চাইলেন সেনার সাহায্য
ভারতের রাজধানী দিল্লি ভারি বৃষ্টি ও যমুনার জলস্তর বাড়ায় বিপদগ্রস্ত, মুখ্যমন্ত্রী চাইলেন সেনার সাহায্য

উত্তর ভারত আপাতত দুর্যোগ কবলিত। উত্তরাখণ্ড, হিমাচলের পর এবার বিপদ বাড়ছে রাজধানী দিল্লির। ইতিমধ্যেই যমুনা নদীর জল বিপদসীমা পেরোনোর ফলে দিল্লির একাধিক রাস্তা প্লাবিত। এর মধ্যে রয়েছে রাজঘাট ও আইটিও-র মতো ব্যস্ততম রাস্তাও। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনার সাহায্য চাইলেন।

শুক্রবার ১৪ জুলাই সকালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের একটি টুইট রিটুইট করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর কথায়, আইটিও-র রাস্তা থেকে জল নামানোর এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইঞ্জিনিয়াররা সারা রাত কাজ করেছেন। তবুও এনডিআরএফ-এর সাহায্য লাগবে পরিস্থিতি সামাল দিতে, এমনটাই বক্তব্য ছিল কেজরিওয়ালের ।

জানা গেছে, বৃহস্পতিবার ১৩ জুলাই সন্ধে ৭টা নাগাদ ইন্দ্রপ্রস্থ বাস ডিপো এবং ‘হু'-এর বিল্ডিং-এর মাঝের রাস্তার জল নিকাশি নালা ভেঙে যায়। এর ফলেই প্লাবিত হয়েছে আইটিও এবং সংলগ্ন অঞ্চলের রাস্তা। ওই অঞ্চলের ইলেকট্রিক পোল থেকে তার ছিঁড়ে বিপজ্জনক ভাবে পড়ে রয়েছে জলের মধ্যে। ফলে দুর্ঘটনা এড়াতে আপাতত যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায়। পাশাপাশি, পথচারীদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এড়াতে নিষ্ক্রিয় করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।

পুরনো রেলওয়ে ব্রিজের কাছে যমুনার জলস্তর ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে ২০৮ মিটার উঁচু দিয়ে বইছে যমুনার জল। তবে নতুন করে আর জলস্তর বৃদ্ধির খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এই জল পাম্পের মাধ্যমে সরানোও সম্ভব নয় প্রাকৃতিক কারণে। ফলে, নিজে থেকে এই জল যমুনায় ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। পাশাপাশি নিকাশি নালাগুলিও পরিপূর্ণ থাকায় এই জল যমুনায় ফেরার পথও আপাতত বন্ধ। ফলে আদৌ কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে দিল্লি তা নিয়ে চিন্তায় সকলেই।

XS
SM
MD
LG