আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তারা ইইউ প্রতিনিধি দলকে অবহিত করেছেন যে বর্তমান সরকারের অধীনে নির্বাচনের বাংলাদেশের জনগণ তাদের ভোট দিতে পারবে না এবং জনগণ তাদের প্রতিনিধিও নির্বাচন করতে পারবে না। তিনি বলেন, “এই বিষয়গুলো দিবালোকের মত পরিষ্কার। এগুলো সবাই জানে।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, “বাংলাদেশের নির্বাচনের দিকে সারা বিশ্বের নজর রয়েছে; কারণ তারা জানে, এই সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ, গ্রহণযোগ্য নয়। তাই তারা তাদের উদ্বেগ প্রকাশ করছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “ইইউ টিমকে কেন বাংলাদেশে এসে নির্বাচন নিয়ে মতামত নিতে হচ্ছে? এ জন্য দক্ষিণ এশিয়ার কোনো দেশে তাদের যেতে হয়না। এমনকি, এই লক্ষ্যে বিশ্বের খুব কম দেশেই তাদের যেতে হয়। তাহলে তাদের বাংলাদেশে আসতে হলো কেন? অন্য সবার মতো, তাদেরও এই সরকারের আমলে নির্বাচন নিয়ে একই প্রশ্ন থাকতে পারে।”
তিনি বলেন, “বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে তাদের ভোট দিতে পারবে কি না তা জানতে চেয়েছে ইইউ টিম।”
ইইউ নির্বাচন অনুসন্ধানী মিশন ৯ জুলাই দুই সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে পাঠানো উচিত কিনা, ইতোমধ্যেই এ বিষয়ে নির্বাচন কমিশন-সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছে মিশন।