গত মাসে ভাগনার গ্রুপের বিদ্রোহের পর রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা “বিভ্রান্তি এবং আলোচনার” সম্মুখীন হয়। রবিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সংক্রান্ত তাদের দৈনিক গোয়েন্দা আপডেটে একথা জানায়। টুইটারে পোস্ট করা প্রতিবেদন থেকে জানা যায়, তবে এখন ভাড়াটে গোষ্ঠীর ভবিষ্যতের জন্য একটি অন্তর্বর্তী ব্যবস্থা তৈরি হচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের সম্ভাব্য সম্প্রসারণ সম্পর্কে কোনো মন্তব্য করছেন না। এই চুক্তির মেয়াদ সোমবার শেষ হতে চলেছে।
শুক্রবার জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার কৃষি ব্যাংকের একটি সহায়ক সংস্থাকে রোসেলখোজব্যাংকেকে আন্তর্জাতিক পেমেন্ট ব্যাবস্থার সাথে সংযুক্ত করার বিনিময়ে কৃষ্ণ সাগর চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য পুতিনকে আহ্বান জানিয়েছিলেন; কিন্তু পুতিনের দিক থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
রাশিয়া বলেছে, চুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে শর্ত পূরণ হলে তবেই তারা চুক্তির মেয়াদ বৃদ্ধিতে রাজি হবে।
শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ইউক্রেনের প্রতি সমর্থন প্রদর্শন করতে কিয়েভে একটি আচমকা সফর করেন। তিনি ঘোষণা করেন, গত বছরের ১০ কোটি ডলারের সহায়তা প্যাকেজের পর সিউল এই বছর ইউক্রেনের জন্য সহায়তার পরিমাণ বৃদ্ধি করে ১৫ কোটি ডলারে উন্নীত করবে। ইউন আরও বলেন, সিউল ইউক্রেনের অবকাঠামো প্রকল্পে কিয়েভকে সহযোগিতা করবে।
রাশিয়া এবং ইউক্রেন শনিবার জাপোরিঝিয়া অঞ্চলের একটি গ্রামে গোলাগুলিতে তিনজন বেসামরিক নাগরিকের আহত হওয়ার ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করেছে। গত বছর মস্কো যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছে বলে দাবি করেছিল এটি তার মধ্যে একটি। তবে এটি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন নয়।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।