অ্যাকসেসিবিলিটি লিংক

আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প


আলাস্কার স্যান্ড পয়েন্ট শহরের প্রশাসক অ্যান্ডি ভার্নারের দেয়া এই ফাইল ছবিতে শহরের বন্দর দেখা যাচ্ছে। ৭ জুন, ২০১৬। ফাইল ছবি।
আলাস্কার স্যান্ড পয়েন্ট শহরের প্রশাসক অ্যান্ডি ভার্নারের দেয়া এই ফাইল ছবিতে শহরের বন্দর দেখা যাচ্ছে। ৭ জুন, ২০১৬। ফাইল ছবি।

শনিবার পরের দিকে একটি ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আলাস্কায় সুনামির সম্ভাবনা তৈরি করে, তবে এক ঘণ্টা পরে সেই সংক্রান্ত সতর্কতা বাতিল করা হয়েছিল। পর্যবেক্ষণ সংস্থাগুলো একথা জানায়।

আলাস্কা ভূমিকম্প কেন্দ্রের মতে, ভূমিকম্পটি অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ, আলাস্কান উপদ্বীপ এবং কুক ইনলেট অঞ্চল জুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও অনুসারে, আলাস্কার কোডিয়াকে সাইরেন বাজিয়ে সম্ভাব্য সুনামির বিষয়ে সতর্ক করেছিল। গভীর রাতে লোকজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছে, ভূমিকম্পটি স্যান্ড পয়েন্টের ১০৬ কিলোমিটার (৬৫ দশমিক ৮ মাইল) দক্ষিণে শনিবার ১০ঃ৪৮ মিনিটে সংঘটিত হয়েছে। ভূমিকম্পটি প্রাথমিকভাবে ৭ দশমিক ৪ মাত্রার বলে রিপোর্ট করা হয়েছিল তবে কিছুক্ষণ পরেই তা ৭ দশমিক ২-এ নেমে আসে।

ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস সুনামি অ্যাডভাইজরি পাঠিয়ে বলেছে, ভূমিকম্পটি ১৩ মাইল (২১ কিলোমিটার) গভীরতায় ঘটেছে। এজেন্সি প্রথম সতর্কতার প্রায় এক ঘণ্টা পরে তা বাতিল করে।

সুনামির সতর্কতা জারি হওয়ার পরপরই হাওয়াই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, দ্বীপগুলোর কোনো হুমকি নেই।

কেটিইউইউ টিভি জানিয়েছে, আলাস্কায় আনুমানিক আটটি আফটার শক হয়েছে, যার মধ্যে রয়েছে মূল ভূমিকম্পের তিন মিনিটের মধ্যে একটি ৫ মাত্রার ভূমিকম্প।

কেটিইউইউ প্রতিবেদনে বলেছে, সমুদ্রপৃষ্ঠে ছোট পরিবর্তন এখনো সম্ভব।

XS
SM
MD
LG