বাংলাদেশের জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং পিরোজপুরের ভান্ডারিয়া ও যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন ঢাকার কন্ট্রোল রুম থেকে সোমবার (১৭ জুলাই) সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে ভোটার উপস্থিতি কম হলেও, কোনো পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ পা্ওয়া যায়নি। এদিকে, বিকেলে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন।
ইসি সূত্র বলছে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকা-১৭ আসনে ৮৫৩টিসহ ১ হাজার ৫৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নির্বাচন কমিশন।
সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন। প্রতিটি ভোটকেন্দ্রে দু’টি করে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং ৭ জেলার ৭ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়, শেষ হয় বিকেল ৪টায়।
ভোটার উপস্থিতি কম অনিয়মের অভিযোগ নেই:পর্যবেক্ষক দল
সার্ক হিউম্যান মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবিদ আলী জানিয়েছেন, ঢাকা-১৭ আসনের বনানী বিদ্যানিকেতন বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে আশানুরূপ ভোটার উপস্থিত দেখতে পাননি তিনি। জানান, “তবে কোনো প্রার্থীর কোনো ধরনের অভিযোগ নেই। যারা ভোট দিতে এসেছেন তাদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি।”
সোমবার (১৭ জুলাই) দুপুরে কেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহাম্মদ আবিদ আলী।তিনি বলেন, “আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ্য করিনি। যেটা আশা করেছিলাম সেই অনুপাতে হয়নি। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কেউ কোনো অভিযোগ করেনি। কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।”
এই পর্যবেক্ষক বলেন, “বিভিন্ন প্রার্থীর এজেন্টের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকেও কোনো ধরনের অভিযোগ পাইনি। কোনো প্রার্থী এজেন্টকে ভয়ভীতি দেখানো হয়নি বলে আমাদের তারা জানিয়েছেন।”
হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত
ঢাকা-১৭ উপনির্বাচনে, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম সোমবার বনানী এলাকায় একটি ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন।
সেখানে উপস্থিত সংবাদদাতারা জানিয়েছেন, হিরো আলম বিকালে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন। হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইলিয়াস বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সামনেই স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলা করা হয়েছে। হিরো আলমকে স্যালাইন দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয়।”