ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ভারতের জাতীয় ফুটবল দলের বিদেশি কোচ ইগর স্টিম্যাস। এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল খেলার সুযোগ পাবে না। এশিয়ার প্রথম ৮টি দলই খেলার ছাড়পত্র পাবে, এমন নিয়ম জারি হতেই ভারতীয় ফুটবলে হতাশার সুর বাজছে।
ভারতের কোচ ইগরের কাছেও বিষয়টি হতাশার। গতবারও এই কারণে খেলার সুযোগ হারিয়েছিল ভারত। এবারও একই সমস্যা। সেই হিসেবেই সুনীল ছেত্রীদের হয়ে চিঠি লিখলেন এই ক্রোয়েশিয়াজাত কোচ।
মোদীকে সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন ভারতীয় ফুটবল দলের কোচ। তিনি মোদীকে অনুরোধ করেছেন যাতে ব্যক্তিগতভাবে ব্যাপারটি ভেবে বিচার করেন।
ইগর অনুরোধ করে জানান, "আপনি যদি আমাদের এশিয়ান গেমসে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করেন, তা হলে আমরাও সফল হয়ে ফিরব।" ভারতের এই বিদেশি কোচ মোদীকে লিখেছেন, "আমাদের ছেলেরা শারীরিক ও মানসিকভাবে ফিট রয়েছে, তাদের খেলার সুযোগ করে দিলে তারা নিরাশ করবে না।"
ভারতের কোনও বিদেশি কোচ কোনও আন্তর্জাতিক আসরে খেলার ব্যাপারে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন, এমন দৃষ্টান্ত বিরল। ভারতীয় অলিম্পিক সংস্থা জানিয়েছে, যোগ্যতামান অর্জন করতে না পারলে কাওকে নিয়ে যাওয়া হবে না। এশিয়ার ফুটবল ক্রম তালিকায় ভারত রয়েছে ১৮ নম্বর স্থানে। সেই কারণে সুনীলদের দলকে খেলাতে হলে নিয়ম বদল করে খেলাতে হবে। সেটি যে সম্ভব নয়, তাও এই মুহূর্তে বোঝা যাচ্ছে।