অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না: পদযাত্রা কর্মসূচিতে মির্জা ফখরুল


রাজধানী ঢাকার গাবতলী এলাকায় বিএনপির পদযাত্রা শুরু করার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন। ১৮ জুলাই, ২০২৩।
রাজধানী ঢাকার গাবতলী এলাকায় বিএনপির পদযাত্রা শুরু করার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন। ১৮ জুলাই, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, তাই এখনই ক্ষমতা ছাড়ুন।” মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানী ঢাকার গাবতলী এলাকায় বিএনপির পদযাত্রা শুরু করার আগে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল সকাল ১১টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। বিকাল ৪টার দিকে রায় সাহেব বাজার মোড়ে তা শেষ হয়।

সরকারের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচির মিছিলকে অধিকার আদায়ের বিজয় মিছিল বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। এসময় তিনি সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের নামে নির্বাচন কমিশন প্রহসন করেছে বলে অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, “এটি কেবল একটি মিছিল নয়, এটি বিজয়ের মিছিল। এটা জনগণের অধিকার আদায়ের বিজয় মিছিল।” তিনি বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আরো ৩৬টি বিরোধী দলের সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু করেছে।

মির্জা ফখরুল বলেন, “পদযাত্রার মধ্য দিয়ে আমাদের এক দফা দাবি আদায় করে আমরা বিজয় অর্জন করবো। আমরা এই ভয়ঙ্কর সরকারকে পরাজিত করবো এবং একটি সরকার ও জনগণের সংসদ গঠন করবো।” তিনি বলেন, “সারা দেশের মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেতে এবং আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জেগে উঠেছে।” আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে দেশ ও জনগণকে রক্ষায় রাজপথে নেমে আসতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “ক্ষমতাসীন দল হিরো আলমের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী ও তার প্রধান বুদ্ধিজীবী মোহাম্মদ আলী আরাফাতকে বসিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে পারেনি। ভোট কেন্দ্র ফাঁকা ছিলো। অকেজো এবং পরাধীন নির্বাচন কমিশন ১১ শতাংশ ভোটারের উপস্থিতি দেখিয়েছে। আমরা দেখলাম কোথাও ভোটার নেই। ফলাফল ঘোষণার পর আরাফাত বিজয় চিহ্ন দেখালেন। অরাজনৈতিক ব্যক্তিত্ব হিরো আলমকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এটা লজ্জার বিষয়।”

বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচন কমিশন বলছে ১১ শতাংশ ভোটারের উপস্থিতি সবচেয়ে ভাল ছিলো। জনগণকে ধোঁকা দেয়ার জন্য এমন উপহাস করার কোনো মানে নেই।”

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর এক দফা আন্দোলনের এটাই প্রথম কর্মসূচি। ঢাকার বিভিন্ন এলাকায় বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও সাধারণ ছাত্র অধিকার পরিষদ কর্মসূচি পালন করেছে।

বিএনপি বুধবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরা এলাকার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মিছিল করবে।

XS
SM
MD
LG