অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলে বিচারবিভাগীয় সংস্কারের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জাতীয়তাবাদী জোট সরকারের বিচারবিভাগীয় সংস্কারের প্রতিবাদে জনগণ তেল আবিবে “জাতীয় প্রতিরোধ দিবস” পালন করছে। ( ১৮ জুলাই, ২০২৩)
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার জাতীয়তাবাদী জোট সরকারের বিচারবিভাগীয় সংস্কারের প্রতিবাদে জনগণ তেল আবিবে “জাতীয় প্রতিরোধ দিবস” পালন করছে। ( ১৮ জুলাই, ২০২৩)

ইসরাইলি সরকারের পরিকল্পিত বিচারবিভাগীয় সংস্কারের প্রতিবাদে জাতীয় প্রতিরোধ দিবসের ডাক দেওয়ার পর ইসরাইল জুড়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তা অবরোধ করে, যান চলাচল বন্ধ করে দেয় এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

ইসরাইলি সরকারের বিচার ব্যবস্থার সংস্কার এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করে হাজার হাজার ইসরাইলি মঙ্গলবার জাতীয় প্রতিরোধ দিবসে রাস্তায় নেমেছে।

তারা সারা দেশে সড়ক অবরোধ করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। ইসরাইলের মধ্যাঞ্চলে এক বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন। যদিও পুলিশ বলছে, এটি একটি ট্রাফিক দুর্ঘটনা হতে পারে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকার সুপ্রিম কোর্টের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সরকারের হাতে তুলে দেওয়ার প্রথম আইন নিয়ে এগিয়ে যাওয়ার পর বিক্ষোভকারীরা প্রতিরোধ দিবসের ডাক দেয়।

একটি প্রস্তাবিত পরিবর্তনের অধীনে, ইসরাইলের পার্লামেন্ট, কেনেসেট, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলি বাতিল করতে সক্ষম হবে।

আইনটি বেশ কয়েক মাস ধরে স্থগিত থাকার পর এই সপ্তাহে সরকার বলেছে যে তারা মাসের শেষে কেনেসেটের ছুটি শুরু হওয়ার আগে এটি পাস করতে চায়।

নেতানিয়াহু প্রথম সংস্কারের ঘোষণা দেওয়ার পর থেকেই গত ছয় মাস ধরে বিক্ষোভ চলছে। কিন্তু এখন হাজার হাজার পাইলট, সাইবার ওয়ারফেয়ার বিশেষজ্ঞ, গোয়েন্দা কর্মী এবং এলিট কমব্যাট সেনা বলছেন, আইনটি পাস হলে তারা আর রিজার্ভ ডিউটিতে যোগ দেবেন না।

এই হুমকি ইসরাইলের মতো ছোট দেশটির যুদ্ধ প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে। বিশেষত যখন এটি উত্তরে হিজবুল্লাহ, গাজায় হামাস এবং ইসরাইলের বৃহত্তম কৌশলগত হুমকি ইরানের মুখোমুখি হচ্ছে।

ইসরাইলের নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল এলিজার মারোম ইসরায়েলি টিভি চ্যানেল আই-২৪ নিউজকে বলেছেন, এই রিজার্ভিস্টরা ভুল করছেন। এই পদক্ষেপ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ইসরাইলি সমাজে ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করবে।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে এবং কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে ওয়াশিংটনে যাওয়ার সময় এই বিক্ষোভ শুরু হয়। প্রেসিডেন্ট বাইডেন বিচার বিভাগীয় সংস্কার নিয়ে তার তীব্র আপত্তি প্রকাশ করেছেন।

XS
SM
MD
LG