অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন কালে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিএনপি কর্মী, আ্ওয়ামী লীগ কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় অন্তত দুইশ’ জন আহত হয়েছে। লক্ষীপুরে নিহত হয়েছে ১ জন।

বাংলা কলেজের সামনে মামলা

বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে, মঙ্গলবার (১৮ জুলাই) এক দফা দাবিতে আয়োজিত বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টা ২০ মিনিটের দিকে গাবতলী থেকে পুরান ঢাকার দিকে পদযাত্রা শুরু করে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টার দিকে পদযাত্রা মিরপুর কলেজের কাছে পৌঁছালে, কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়। পরে, একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ও একটি সাইকেল পুড়িয়ে দেয়া হয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিএনপির পদযাত্রা কর্মসূচি অব্যাহত রাখে।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল ১০টায় গাবতলী বাস স্টেশন থেকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা করবেন।

এর আগে, ১২ জুলাই, মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে একদফা আন্দোলনের ঘোষণা দেন। এই দাবিতে প্রথম কর্মসূচি হলো ১৮ ও ১৯ জুলাই দুই দিনের দেশব্যাপী পদযাত্রা।

XS
SM
MD
LG