ভারতের জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে জটিলতা কাটল শেষ পর্যন্ত। মঙ্গলবার ১৮ জুলাই ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট নির্বাচনের উপরে জারি করা গুয়াহাটি হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে।
বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চ ওই স্থগিতাদেশ তুলে নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, জাতীয় কুস্তি ফেডারেশন, অসম অপেশাদার কুস্তি অ্যাসোসিয়েশন-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশও জারি করেছে।
জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথমে গত ৬ জুলাই নির্বাচনের দিন ঘোষণা করেছিল জাতীয় কুস্তি সংস্থার দায়িত্ব সামলানো অ্যাড হক কমিটি। পরে সেই দিন পিছিয়ে গিয়ে হয় ১১ জুলাই।
এর মধ্যে নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় অসম কুস্তি সংস্থা। গত ২৫ জুন অসম কুস্তি সংস্থার আবেদনের প্রেক্ষিতে ১১ জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হওয়ার ওপরে স্থগিতাদেশ জারি করে গুয়াহাটি হাইকোর্ট।
সোমবার ১৭ জুলাই ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানি শেষে আগামী ২৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে গুয়াহাটি আদালত।
এদিকে, আদালতে স্বস্তি পেলেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। মঙ্গলবার দিল্লি আদালতে হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছিল। আদালতে হাজিরা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত।
কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগে জামিন পেলেন এই বিজেপি সাংসদ। এদিনই জামিন পেয়েছেন ফেডারেশনের আরেক কর্তা বিনোদ তোমার-ও। ২০ জুলাই ফের এই মামলার শুনানি।