অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি'র পদযাত্রা


বিএনপি'র পদযাত্রা
please wait

No media source currently available

0:00 0:02:04 0:00

বুধবার (১৯ জুলাই) রাজধানী ঢাকার উত্তরার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ীর দিকে বিএনপির পদযাত্রা শুরু হয়।

বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) আর রাজনৈতিক নিপীড়ন সহ্য করবে না এবং আগামী দিনে উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র নেতা ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করবে। আমরা ১৫ বছর ধরে আপনাদের (সরকারের) অত্যাচার সহ্য করেছি। এটা আর সহ্য করব না”।

মির্জা আব্বাস পরে সকাল ১১টা ৫ মিনিটে উত্তরার আবদুল্লাহপুরে পলওয়েল মার্কেটের সামনে পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রখর রোদে টানা দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী। বুধবার দেশের অন্য মহানগর ও জেলা শহরেও একই ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার গাবতলী থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত মিছিল করে বিএনপি। সব শহর ও জেলা শহরেও একই ধরনের কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

টানা দ্বিতীয় দিনের মতো নগরীর বিভিন্ন এলাকায় বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও ছাত্র অধিকার পরিষদও কর্মসূচি পালন করে।

XS
SM
MD
LG