অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক: ‘ইন্ডিয়া’-র ট্যাগলাইন ‘জিতেগা ভারত’


ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক: ‘ইন্ডিয়া’-র ট্যাগলাইন ‘জিতেগা ভারত’।
ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক: ‘ইন্ডিয়া’-র ট্যাগলাইন ‘জিতেগা ভারত’।

ভারতে মঙ্গলবার ১৮ জুলাই কর্ণাটকের বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে তৈরি হয়েছে ২৬টি বিরোধী দলের জোট ‘ইন্ডিয়া'। এরপরেই বিজেপি সমালোচনা শুরু করে 'ইন্ডিয়া'-র হিন্দি প্রতিশব্দ কী হবে তাই নিয়ে। বিজেপি নেতাদের বক্তব্য, ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’ হল দেশের নাম। জোটের ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)-র হিন্দি বা ভারতীয় প্রতিশব্দ ‘ভারত’ হতে পারে না।

উল্লেখ্য, বেঙ্গালুরুর বৈঠকে জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখার প্রস্তাবে সব দল সায় দেওয়ার সময় সনিয়া গান্ধী যোগ করেন, যেভাবেই হোক জোটের সঙ্গে ‘ভারত’ শব্দটি অবশ্যই রাখতে হবে। সনিয়ার পরামর্শে সায়ও দেন উপস্থিত নেতারা। কিন্তু কীভাবে ভারত শব্দটি জোড়া যায় তখনই সে ব্যাপারে কেউ পরামর্শ দিতে পারেননি।

যৌথ সাংবাদিক বৈঠকে সনিয়া ছিলেন না। মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধীরা সাংবাদিক বৈঠকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন - সাহস থাকে তো বিজেপি ইন্ডিয়ার মোকাবিলা করুক।

কিন্তু সনিয়ার পরামর্শ সকলের ভাবনায় ছিল। সেদিন রাতে রাহুল গান্ধী ট্যুইট করেন, ‘ভারত জুড়েগা, ইন্ডিয়া জিতেগা।’ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেল মুহূর্তে সেই ট্যুইট ছড়িয়ে দেয়। কংগ্রেস সূত্রের খবর, রাহুলের ট্যুইটের অংশ থেকেই ট্যাগলাইন করা হবে ‘জিতেগা ভারত’। অর্থাৎ 'ইন্ডিয়া' শব্দটির পাশেই থাকবে 'ভারত'। ছোট করে থাকবে ‘জিতেগা ভারত’ কথাটি।

বিরোধীদের 'ইন্ডিয়া’-র মোকাবিলায় বিজেপি শিবির যে ‘ভারত’ শব্দটির ব্যবহার বাড়িয়ে দেবে মঙ্গলবার রাতে এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী যখন দিল্লির বেসরকারি হোটেলে ৩৮টি শরিক দলের নেতাদের সামনে ভাষণ দিচ্ছিলেন তখন টিভিতে বিজেপির মুখপাত্ররা বিরোধী জোটের 'ইন্ডিয়া' নামকরণ নিয়ে প্রশ্ন তুলতে থাকেন স্বদেশিয়ানা অস্ত্রে। হিন্দিতে জোটের নাম কী, এই প্রশ্ন তুলতে থাকেন বিজেপি শিবিরের মুখপাত্রেরা। আর তারপরেই সামনে আসে 'ইন্ডিয়া'-র ট্যাগ লাইন 'জিতেগা ভারত'।

XS
SM
MD
LG