উত্তর-পশ্চিম পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল একটি জেলায় বৃহস্পতিবার দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে দুজন পুলিশ কর্মকর্তা নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার পুলিশ জানিয়েছে, হামলাকারীরা সরকারি একটি কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালায়। ওই কম্পাউন্ডে পুলিশ সদর দপ্তর রয়েছে।
সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি হামলার দায় স্বীকার করেছে। বোমা বিস্ফোরণটি রাতভর হামলার কয়েক ঘণ্টা পরে সংঘটিত হয়। রাতভর হামলায় অ্যাসল্ট রাইফেলে সজ্জিত জঙ্গিরা পেশোয়ারের প্রাদেশিক রাজধানীতে একটি রাস্তার পাশের পুলিশ পোস্টে গুলি করে কমপক্ষে দুজন নিরাপত্তা কর্মীকে হত্যা এবং আরও অনেককে আহত করে।
টিটিপি সেই মারাত্মক গোলাগুলির দায়ও স্বীকার করেছে।
মঙ্গলবার পেশোয়ারে টিটিপির একজন আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী নিরাপত্তা বাহিনী বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে হামলা চালায়। এতে ছয়জন সৈন্য এবং দুজন বেসামরিক ব্যক্তি আহত হয়।
ইসলামাবাদ অভিযোগ করেছে, পলাতক টিটিপি কমান্ডার এবং তাদের সহযোগীরা আফগানিস্তানের অভয়ারণ্য থেকে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। পাকিস্তানি নেতারা দেশটির তালিবান শাসকদের ওপর জঙ্গিদের লাগাম টেনে ধরার জন্য চাপ দিয়েছেন।
পাকিস্তান তালিবান নামে পরিচিত টিটিপি আফগান তালিবানের একটি শাখা এবং মিত্র। যুক্তরাষ্ট্র পাকিস্তানি তালিবানকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।
আফগান যুদ্ধে প্রায় দুই দশকের সম্পৃক্ততার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র এবং নেটো মিত্ররা তাদের সমস্ত সেনা প্রত্যাহার করার কয়েকদিন আগে, ২০২১ সালের আগস্টে তালিবান দেশটির নিয়ন্ত্রণ দখল করে। এর পর থেকে টিটিপি তাদের অপারেশনাল ঘাঁটিগুলো আফগানিস্তানে সরিয়ে নিয়েছে বলে মনে করা হয়।