অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রিকেটের ওয়ান ডে বিশ্বকাপ: প্রোমো রিলিজ করল আইসিসি, মূল আকর্ষণ শাহরুখ খান


ক্রিকেটের ওয়ান ডে বিশ্বকাপ: প্রোমো রিলিজ করল আইসিসি, মূল আকর্ষণ শাহরুখ খান
ক্রিকেটের ওয়ান ডে বিশ্বকাপ: প্রোমো রিলিজ করল আইসিসি, মূল আকর্ষণ শাহরুখ খান

ভারতের মাঠে ক্রিকেটের ওয়ান ডে বিশ্বকাপ শুরু হতে আর ১০০ দিনও বাকি নেই। আইসিসি-র পক্ষ থেকে গতকালই একটি ছবি শেয়ার করা হয়েছে। সেই ছবিতে হিন্দি চলচ্চিত্রের নক্ষত্র অভিনেতা শাহরুখ খান আইসিসি ট্রফির দিকে তাকিয়ে রয়েছেন। তাঁকে দিয়ে প্রোমো রিলিজ করানো হয়েছে।

আইসিসি ওই ছবির ক্যাপশনে লেখে, ‘কিং খান #CWC23 ট্রফি।’ ওই ক্যাপশনের পরেই মোটামুটি আভাস পাওয়া যায়, কিং খানকে দিয়ে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের প্রোমো করাচ্ছে। সেটাই আরও পরিষ্কার হয়েছে বৃহস্পতিবারের একটি ভিডিওতে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে লেখা থাকবে ও আমাদের হবে স্বপ্নপূরণ।’

আইসিসি এবং বিসিসিআই যৌথ উদ্যোগে এই অভিনব প্রচার শুরু করেছে। ৭৭দিন পরে ভারতের মাঠে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেট। প্রচারাভিযানের ক্যাচলাইন দেওয়া হয়েছে, ‘ইট টেকস ওয়ানডে।’ ভিডিওতে একজন ক্রিকেট ফ্যানের আনন্দ, উচ্ছ্বাস, হতাশা, সাফল্য, স্বপ্ন দেখা সবকিছুর প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

আইসিসির পক্ষ থেকে যে ভিডিও শেয়ার করা হয়েছে, সেই তালিকায় শাহরুখ খান ছাড়াও রয়েছেন জেপি দুমিনি, দীনেশ কার্তিক, মুথাইয়া মুরলীধরন, জন্টি রোডসরা।

গত বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান, ভারতের তরুণ তুর্কি শুভমান গিল ও ভারতীয় মহিলা দলের সদস্যা জেমাইমা রডরিগেজ।

XS
SM
MD
LG