অ্যাকসেসিবিলিটি লিংক

ডেঙ্গু সংশ্লিষ্ট ব্যর্থতায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ চান বিএনপি নেতা তাবিথ ও ইশরাক


ডেঙ্গু সংশ্লিষ্ট ব্যর্থতায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ চান বিএনপি নেতা তাবিথ ও ইশরাক
ডেঙ্গু সংশ্লিষ্ট ব্যর্থতায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ চান বিএনপি নেতা তাবিথ ও ইশরাক

বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গু পরিস্থিতির অবনতির জন্য, ঢাকার দুই সিটি মেয়রের ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপি নেতা তাবিথ আওয়ান ও ইশরাক হোসেন। ব্যর্থতার দায় নিয়ে দুই মেয়রের পদত্যাগ দাবি করেছেন তারা।

শুক্রবার (২১ জুলাই), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী; তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন; রাজধানী ঢাকার নয়াপল্টনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান।

মেয়রদের ব্যর্থতাকে দায়ী করে, ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়াতে এবং জনসচেতনতা সৃষ্টিতে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসাবে তারা রক্ত সংগ্রহ অভিযান শুরু করবেন বলে জানান।

তারা জানান, “যতদিন ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত থাকবে, ততদিন বিএনপি গ্রহীতা ও দাতাদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি অনলাইন ‘ব্লাড ইনফরমেশন ডিপোজিটরি’ ওয়েবসাইট চালু রাখবে এবং এর পরিষেবা অব্যাহত থাকবে।”

তারা আরো জানান, ডেঙ্গু থেকে মুক্তি পেতে এডিস লার্ভা নির্মূলে ওয়ার্ড পর্যায়ে লিফলেট বিতরণ ও পোস্টার লাগানোর মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার চালাবে বিএনপি। জনগণের সঙ্গে এডিস মশার প্রজনন চিহ্নিত করে পরিষ্কার করার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনগণের সঙ্গে প্রতিবাদ সমাবেশ করবে বলেও তারা জানান।

তাবিথ বলেন, “এক্ষেত্রে, আমরা অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সরাসরি জনসচেতনতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা কররো।” তিনি আরো বলেন, “ঢাকার দুই সিটি করপোরেশনের অব্যাহত অবহেলায় মৌসুমি ডেঙ্গু এখন সারা বছরের আতঙ্কে পরিণত হয়েছে।”

তাবিথ ও ইশরাক উভয়েই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের পদত্যাগ দাবি করেন। ইশরাক বলেন, “ঢাকার দুই সিটির মেয়রদের ব্যর্থতায়, ডেঙ্গু মহামারী রূপ নিয়েছে। জনগণের কাছে জবাবদিহিতার অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে।”

তিনি বলেন, “অপর্যাপ্ত বর্জ্য নিষ্কাশনের কারণে স্থির পানিতে এডিস মশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে দুই মেয়র এডিস মশার বংশ বৃদ্ধি ঠেকাতে যেমন ইচ্ছে কিছু কার্যক্রম চালাচ্ছেন।”

ইশরাকের অভিযোগ, দুই সিটি কর্পোরেশনের মেয়রগণ শহরের আকার এবং জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত কীটতত্ত্ববিদ নিয়োগ করতে ব্যর্থ হয়েছেন।

XS
SM
MD
LG