অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রক বলছে, রাশিয়া উত্তরে সামান্য অগ্রগতি অর্জন করেছে


সদ্য দখলমুক্ত গ্রাম নোভোদারিভকায় এক ইউক্রেনীয় সেনা ধ্বংস হয়ে যাওয়া রুশ বিএমপি-থ্রি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল পরীক্ষা করছেন (ইউক্রেন, ঝাপোরিঝঝিয়া অঞ্চল, ২১ জুলাই, ২০২৩)
সদ্য দখলমুক্ত গ্রাম নোভোদারিভকায় এক ইউক্রেনীয় সেনা ধ্বংস হয়ে যাওয়া রুশ বিএমপি-থ্রি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল পরীক্ষা করছেন (ইউক্রেন, ঝাপোরিঝঝিয়া অঞ্চল, ২১ জুলাই, ২০২৩)

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক রবিবার ইউক্রেন যুদ্ধ নিয়ে দৈনিক গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, রাশিয়া খুব সম্ভবত ইউক্রেনের উত্তরাঞ্চলের লুগানস্ক ও খারকিভ এলাকায় সামান্য অগ্রগতি অর্জন করেছে। “তবে রুশদের মিথ্যে তথ্য সার্বিক পরিস্থিতিকে ধোঁয়াশায় রেখেছে”, মন্তব্য করে মন্ত্রক।

যুক্তরাজ্যের মন্ত্রক আরো বলেছে, এই উদ্যোগ রাশিয়ার কাছে উত্তরের গুরুত্বকে আবার ফুটিয়ে তুলেছে। একইসঙ্গে রাশিয়া “দক্ষিণের ঝাপোরিঝঝিয়া সেক্টরেও উল্লেখযোগ্য চাপের মুখে আছে।”

রুশ বাহিনী “খুব সম্ভবত” ওসকিল নদীর দিকে ফিরে যাচ্ছে, যাতে লুগানস্ক-এর চারপাশে বাফার জোন তৈরি করা যায়। মন্ত্রকের মতে, “প্রায় নিশ্চিতভাবে” বলা যায় যে এ অঞ্চলের দখল রক্ষা করা এই যুদ্ধে রাশিয়ার মৌলিক লক্ষ্যগুলোর অন্যতম।

ভয়েস অফ আমেরিকার জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ সেলদিন, পেন্টাগন সংবাদদাতা কারলা বাব, হোয়াইট হাউস সংবাদদাতা আনিতা পাওয়েল, জাতিসংঘের সংবাদদাতা মার্গারেট বশির, কিয়েভে কর্মরত ভয়েস অফ আমেরিকার প্রতিনিধি আন্না শেরনিকোভা ও মিখাইলো কোমাদোভস্কি এ প্রতিবেদনে অবদান রেখেছেন। এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG