অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতীক অনশন


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ফাইল ছবি)
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার (২৪ জুলাই) রাজধানী ঢাকায় ছয় ঘণ্টার প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টার দিকে দুই শতাধিক মুক্তিযোদ্ধা এই অনশন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, যৌবনে মাতৃভূমির মুক্তির জন্য লড়াই করা বীর মুক্তিযোদ্ধারা এখন খালেদা জিয়ার মুক্তি এবং এক দফা আন্দোলনে সমর্থনে অনশন করেন। তিনি বলেন, “বর্তমান সরকার মুক্তিযুদ্ধের কথা বললেও, গণতন্ত্রকে কবর দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে; মানুষের কণ্ঠস্বর দমন করেছে।”

পরে, বিকাল ৫টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান পানি পান করিয়ে মুক্তিযোদ্ধাদের অনশন ভাঙান।

XS
SM
MD
LG