অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের রাজধানী দিল্লিতে বন্যার জলে ডুবে শিশুর মৃত্যু, এখনও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে


ভারতের রাজধানী দিল্লিতে বন্যার জলে ডুবে শিশুর মৃত্যু, এখনও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।
ভারতের রাজধানী দিল্লিতে বন্যার জলে ডুবে শিশুর মৃত্যু, এখনও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।

ভারতের রাজধানী দিল্লিতে বন্যা পরিস্থিতির গত এক সপ্তাহে কোনও উন্নতি হয়নি। রাস্তাঘাট এখনও জলমগ্ন। যমুনা নদীর জলস্তর বাড়ছে অবিরাম বৃষ্টিতে। গত কয়েকদিনে ফের ভারী বৃষ্টি শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়। তাতে প্লাবিত হয়েছে বহু এলাকা। এর মধ্যেই ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। বন্যার জমা জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। জানা গেছে, বাড়ির সামনে জমা জলে ডুবে যায় শিশুটি। হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো যায়নি।

দিল্লির প্রেমনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। সংবাদ সূত্রের খবর, খেলতে আবাসনের বাইরে বেরিয়েছিল শিশুটি। গোটা আবাসন চত্ত্বরই জলমগ্ন ছিল। খেলতে গিয়ে সেই জলেই পড়ে যায় বাচ্চাটি। শিশুটির পরিবার জানিয়েছে, আবাসনের ভেতর ও বাইরে জলে ডুবে ছিল। বাচ্চাটি সেখানে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। বাবা-মায়ের যতক্ষণে খেয়াল হয়, ততক্ষণে শিশুটির শ্বাস বন্ধ হয়ে গেছিল। তাকে উদ্ধার করে দিল্লির সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি।

দিল্লিতে বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। এবং আজ একটি বাচ্চা মারা যাওয়ার ঘটনায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দিল্লি রাজ্যে বিরোধী আসনে থাকা বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন বন্যা হলেও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার। জনজীবন বিপর্যস্ত হবে না।

কিন্তু আদতে তা হয়নি। বরং টানা বৃষ্টিতে যমুনার জলস্তর বেড়েই চলেছে। নিচু এলাকাগুলো প্লাবিত। রাস্তাঘাটে জল দাঁড়িয়ে আছে। যোগাযোগ, যাতায়াত বিপর্যস্ত। কিছুদিন আগে তাজমহলের দেওয়াল অবধি পৌঁছে গিয়েছিল বন্যার জল। বন্যা পরিস্থিতির জেরে দিল্লির রিং রোডের সিভিল লাইন, মঞ্জু কা টিলা, কাশ্মীরি গেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই এলাকার সামান্য দূরত্বেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন, মাত্র ৫০০ মিটার দূরে, যা কার্যত জলের নীচে ডুবে গিয়েছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এমন পরিস্থিতিতে কী ব্যবস্থা নিচ্ছেন, সেই প্রশ্নই তুলেছেন বিরোধীরা।

XS
SM
MD
LG