অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বারাণসীতে জ্ঞানবাপী মসজিদে জরিপ শুরু ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের


ভারতের বারাণসীতে জ্ঞানবাপী মসজিদে জরিপ শুরু ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের।
ভারতের বারাণসীতে জ্ঞানবাপী মসজিদে জরিপ শুরু ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের।

ভারতের উত্তর প্রদেশে বারাণসীর বিখ্যাত জ্ঞানবাপী মসজিদে সোমবার ২৪ জুলাই সকাল থেকে জরিপ শুরু করেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। সকাল ৭’টায় এএসআই-এর লোকজন জরিপ শুরু করে।

সোমবার মসজিদ এলাকায় পৌঁছে যান বারাণসীর জেলাশাসক, পুলিশ কমিশনার-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকেরা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মন্দির-মসজিদ চত্ত্বর এবং আশপাশের এলাকায়।

এই জরিপের সঙ্গেই যুক্ত মসজিদের বয়স নির্ধারণে কার্বন ডেটিং। সেই কাজও এএসআই করবে। জ্ঞানবাপী মসজিদ এবং কাশী বিশ্বনাথ মন্দির সংক্রান্ত বিবাদ মামলায় গত সপ্তাহে বারাণসীর জেলা আদালতের নির্দেশে এই জরিপ হচ্ছে।

জরিপের নির্দেশটি দিয়েছেন বারাণসীর জেলা আদালতের বিচারক অজয়কৃষ্ণ বিষ্ণোই। গত শুক্রবার ২১ জুলাইয়ের নির্দেশে তিনি মসজিদের অজুখানা বাদে বাকি অংশে জরিপের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছর প্রথমবারের জরিপের সময় অজুখানা থেকে একটি পাখর খণ্ড উদ্ধার হয়। সেই জরিপ অবশ্য এএসআই নয়, স্থানীয় প্রশাসন করেছিল। হিন্দু পক্ষ দাবি করে পাথর খণ্ডটি একটি শিবলিঙ্গ। অন্যদিকে, মুসলিম পক্ষের দাবি, সেটি অজুখানার ঝর্নার মুখ। এই বিবাদের জেরে সুপ্রিম কোর্ট জরিপের উপর নিষেধাজ্ঞা জারি করে বলে মুসলিম পক্ষের দাবি।

ভারতের শীর্ষ আদালত চলতি বছরের মে মাসে পাথর খণ্ডের বয়স নির্ধারণে কার্বন ডেটিংয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে। বারাণসীর আদালত সেই পাথর খণ্ডটি বাদে বাকি অংশের কার্বন ডেটিংয়েরও নির্দেশ দিয়েছে এএসআই-কে। ৪ অগাস্ট তাদের প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে স্থানীয় আদালতে।
XS
SM
MD
LG