অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ জরিপ: সুপ্রিম কোর্টের নির্দেশে খনন বন্ধ


ভারতে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ জরিপ: সুপ্রিম কোর্টের নির্দেশে খনন বন্ধ।
ভারতে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ জরিপ: সুপ্রিম কোর্টের নির্দেশে খনন বন্ধ।

ভারতে উত্তর প্রদেশে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে কোনওভাবেই খনন করা যাবে না। সোমবার ২৪ জুলাই ভারতেএ সুপ্রিম কোর্ট সেখানে জরিপের কাজে ব্যস্ত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-কে এই নির্দেশ দিয়েছে।

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জরুরি ভিত্তিতে মামলাটি শোনে। বেঞ্চ মামলাকারীদের জরিপ বন্ধের আর্জি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে আর্জি পেশ করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টও আগামী বুধবার ২৬ জুলাই মামলাটি শুনবে। ততদিন পর্যন্ত জরিপ বন্ধ থাকবে কী থাকবে না, এই ব্যাপারে আদালতের বক্তব্য নিয়ে অবশ্য দু' পক্ষের আইনজীবীদের ব্যাখ্যা ভিন্ন। হিন্দু পক্ষের দাবি - দেশের শীর্ষ আদালত জরিপ বন্ধে স্থগিতাদেশ দেয়নি; বলেছে, খনন করা যাবে না। অন্যদিকে, মুসলিম পক্ষের দাবি - বুধবার পর্যন্ত জরিপও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। লিখিত নির্দেশ আসার পর বিষয়টি স্পষ্ট হবে।

তবে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, মসজিদ অক্ষত রাখতে হবে।
শুনানিতে উত্তর প্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রধান বিচারপতির বেঞ্চ বলে শীর্ষ আদালতের নির্দেশ এএসআই-কে অবিলম্বে জানিয়ে দিতে। জবাবে সলিসিটর জেনারেল আদালতকে জানান, "সেখানে কোনও ধরনের খনন করা হচ্ছে না। একটি ইঁটও সরানো হচ্ছে না।" তিনি আরও জানিয়েছেন, এএসআই সেখানে শুধু মাপজোক ও ছবি তোলার কাজ করছে।
উল্লেখ্য, সোমবার সকাল থেকে জ্ঞানবাপীতে জরিপ শুরু করেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)।
সকাল ৭’টায় এএসআই-এর লোকজন জরিপ শুরু করে। এই জরিপের সঙ্গেই যুক্ত মুসজিদের বয়স নির্ধারণে কার্বন ডেটিং। সেই কাজও করার কথা এএসআই-এর। জ্ঞানবাপী মসজিদ এবং কাশী বিশ্বনাথ মন্দির সংক্রান্ত বিবাদ মামলায় গত সপ্তাহে বারাণসীর জেলা আদালতের নির্দেশে এই জরিপ হচ্ছে।
জ্ঞানবাপী মসজিদ নিয়ে বারাণসীর আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গুচ্ছ মামলা আছে। সোমবার এএসআই-এর জরিপের সময় হাজির হয়নি মুসলিম পক্ষ। তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মসজিদ কমিটির বক্তব্য, "এই জরিপ সুপ্রিম কোর্টের অবমাননা। জরিপের উপর সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা বহাল আছে।"
জরিপের নির্দেশটি দিয়েছেন বারাণসীর জেলা আদালতের বিচারক অজয়কৃষ্ণ বিষ্ণোই। গত শুক্রবা ২১ জুলাইয়ের নির্দেশে তিনি মসজিদের অজুখানা বাদে বাকি অংশে জরিপের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছর প্রথমবারের জরিপের সময় অজুখানা থেকে একটি পাখর খণ্ড উদ্ধার হয়। সেই জরিপ অবশ্য এএসআই নয়, স্থানীয় প্রশাসন করেছিল। হিন্দু পক্ষ দাবি করে পাথর খণ্ডটি একটি শিবলিঙ্গ। অন্যদিকে, মুসলিম পক্ষের দাবি, সেটি অজুখানার ঝর্নার মুখ। এই বিবাদের জেরে সুপ্রিম কোর্ট জরিপের উপর নিষেধাজ্ঞা জারি করে বলে মুসলিম পক্ষের দাবি।
শীর্ষ আদালত এ বছর মে মাসে পাথর খণ্ডের বয়স নির্ধারণে কার্বন ডেটিংয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে। বারাণসীর আদালত সেই পাথর খণ্ডটি বাদে বাকি অংশের কার্বন ডেটিংয়েরও নির্দেশ দিয়েছে এএসআই-কে। ৪ অগাস্ট তাদের প্রাথমিক রিপোর্ট জমা করার কথা। এখন গোটা বিষয়টিই বদলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। জরিপ এবং কার্বন ডেটিংয়ের কাজ করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে এলাহাবাদ হাইকোর্ট।
XS
SM
MD
LG