অ্যাকসেসিবিলিটি লিংক

গম ও ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে ইফাদের সহায়তা চেয়েছে বাংলাদেশ


ভোজ্য তেল
ভোজ্য তেল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গম ও ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর সহায়তা চেয়েছেন। এই দুই খাতের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে তিনি এই সহায়তা চান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার (২৪ জুলাই) সাংবাদিকদের জানান, ইফাদ প্রেসিডেন্ট আলভারো লারিও, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় সময় এই সহায়তা চাওয়া হয়। শেখ হাসিনা ইফাদ-কে বাংলাদেশের ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাদের পণ্য বিপণন-এ সহায়তা করতে এবং বাংলাদেশকে একটি দক্ষ খাদ্য মজুদ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করার আহ্বান জানান।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর প্রতি বাংলাদেশে আশ্রয় পাওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, “রোহিঙ্গাদের জন্য মাথাপিছু তহবিল ১২ ডলার থেকে ৮ ডলারে নেমে এসেছে।”

সোমবার এফএও সদর দপ্তরে ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক সিন্ডি হেন্সলি ম্যাককেইনের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন যে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশে সফলভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

সিন্ডি হেন্সলি ম্যাককেইন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইনের স্ত্রী। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে ৩ মাস বয়সী একটি বাংলাদেশি মেয়েকে দত্তক নিয়েছিলেন তিনি।

XS
SM
MD
LG