ভারতের ২৬টি দলের বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে জঙ্গি গোষ্ঠী ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ এবং ‘ইস্ট-ইন্ডিয়া কোম্পানি’র সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার ২৫ জুলাই পশ্চিমবঙ্গের রাজভবন থেকে বেরানোর সময় এই প্রসঙ্গেই তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিদ্রুপ করে বলেন, “আমার মনে হয়, ‘ইন্ডিয়া’ নামটা ওঁনার পছন্দ হয়েছে। উনি গ্রহণ করেছেন। উনি যত ‘ইন্ডিয়া’ নামের সম্পর্কে সমালোচনা করবেন, ততই মনে হবে প্রশংসা করছেন!”
খানিক থেমে তিনি বলেন, “ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন কি আর কেউ মুজাহিদিন বলে! দেশটার নাম কি, ইন্ডিয়া। ইন্ডিয়া নামের সঙ্গে যুক্ত করে ওঁরা যত বাজে বাজে কথা বলবেন, তত মনে হবে নামটা ওঁদের পছন্দ হয়েছে।”
মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজভবনে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানান, বিধানসভার বিল সংক্রান্ত কাজেই তিনি এদিন রাজভবনে এসেছিলেন। তাঁর কথায়, ‘"যতক্ষণ বিলটা গর্ভনর পাস না করছেন, ততক্ষণ সেটা নিয়ে আমরা কিছু বলি না। এটা ডেকোরাম।"
সংবাদ সূত্রের খবর, ফাইনান্স সংক্রান্ত দুটি বিলের বিষয়েই এদিন রাজ্যের রাজ্যপালের সঙ্গে কথা বলতে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ তাঁর কথা হয়।