বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট শনাক্ত করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাস টুইট করেছে, “প্রিয় অনুসারীরা, দয়া করে মনে রাখবেন রাষ্ট্রদূত পিটার হাসের কোনো ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট নেই।”
অনুসারীদের এই ছদ্মবেশী অ্যাকাউন্ট [@PeterHaasAmb]-কে আনফলো করে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। দূতাবাসের আপডেট এবং রাষ্ট্রদূত হাস-এর কার্যকলাপের তথ্যের জন্য, অনুসারীদের @usembassydhaka অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।