অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ায় 'বিজয় দিবস' উদযাপনে যোগ দিতে রুশ প্রতিরক্ষামন্ত্রী পিয়ংইয়ং পৌঁছেছেন


উত্তর কোরিয়ার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু-কে(, ডানে) উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সান নাম পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। ( ২৫ জুলাই, ২০২৩)
উত্তর কোরিয়ার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু-কে(, ডানে) উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সান নাম পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। ( ২৫ জুলাই, ২০২৩)

স্বঘোষিত "বিজয় দিবস" এর ৭০ তম বার্ষিকী উদযাপনের সপ্তাহ উপলক্ষে উত্তর কোরিয়া এই সপ্তাহে রাশিয়া ও চীন থেকে আমন্ত্রিত প্রতিনিধিদের বরণ করছে। যা কিনা কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার সাথে সাথে ২০২০ সালের শুরু থেকে চলমান সীমান্ত বন্ধের আলোকে একটি ব্যতিক্রমী পদক্ষেপ।

১৯৫৩ সালের ২৭ শে জুলাই, এই দিনটিতে দীর্ঘ-আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে কোরিয়ান যুদ্ধ বিরতি ঘটে। উত্তর কোরিয়া দাবি করে, ১৯৫০-১৯৫৩ সালের যুদ্ধটি যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া শুরু করে এবং তারা শেষ পর্যন্ত জয়ী হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু-র পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর ছবি প্রকাশ করে।

কেসিএনএ বলেছে," সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে... রাশিয়ার সেনাবাহিনী এবং জনগণের শুভেচ্ছা মিশন কৌশলগত ও ঐতিহ্যবাহী উত্তর কোরিয়া-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উচ্চ পর্যায়ে উন্নীত করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।"

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে এই সফরকে “রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক জোরদারে সহায়তাকারী এবং দুই দেশের মধ্যে সহযোগিতার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পর্যায়” হিসেবে বর্ণনা করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মাও নিং মঙ্গলবার বলেন, "একটি উচ্চ পর্যায়ের চীনা প্রতিনিধি দলের উত্তর কোরিয়া সফর [কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতির ৭০ তম বার্ষিকী উপলক্ষে] আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব প্রমাণ করে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রক জানায়, রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক কীভাবে বিকশিত হয় তা সিউল পর্যবেক্ষণ করছে। তারা আশা করছে , এই সম্পর্ক উপদ্বীপকে শান্তি ও স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে।

XS
SM
MD
LG