অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের রাজধানী দিল্লিতে নতুন করে বন্যার আশঙ্কা, পরিস্থিতি ভয়াবহ নয়ডাতেও


ভারতের রাজধানী দিল্লিতে নতুন করে বন্যার আশঙ্কা, পরিস্থিতি ভয়াবহ নয়ডাতেও
ভারতের রাজধানী দিল্লিতে গত কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবার বাড়তে শুরু করেছে যমুনা নদীর জল। এদিকে গ্রেটার নয়ডার অবস্থাও ভয়াবহ। একটানা বৃষ্টিতে নয়ডা কার্যত জলের তলায়। বহু এলাকা জলমগ্ন, যোগাযোগ বিচ্ছিন্ন। তার মধ্যেই সামনে এসেছে নয়ডার বন্যার ভয়ঙ্কর ছবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, পরপর প্রায় চারশো গাড়ি বন্যার জলে ডুবে আছে। গাড়িগুলির শুধু ছাদটুকু দেখা যাচ্ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, একটানা বৃষ্টিতে হিন্ডন নদীর জলস্তর বেড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। নয়ডার নিচু জায়গাগুলো প্লাবিত। সোমবার ২৪ জুলাই গভীর রাতে প্রবল বৃষ্টি হওয়ার পর থেকেই এই নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। হিন্ডন নদীর জলস্তর এখন ২০১ মিটার উপর দিয়ে বইছে। নদীর তীরে অবস্থিত বাহলোলপুর, লখনাবলি, চোতপুর কলোনি এবং ছাজার্সি এলাকার প্রায় ২০০টি বাড়ি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে৷
ভারতের রাজধানী দিল্লিতে নতুন করে বন্যার আশঙ্কা, পরিস্থিতি ভয়াবহ নয়ডাতেও
ভারতের রাজধানী দিল্লিতে নতুন করে বন্যার আশঙ্কা, পরিস্থিতি ভয়াবহ নয়ডাতেও
দিল্লি-নয়ডায় এখনও বৃষ্টি থামছে না। যমুনা নদীর জলস্তরও ২০৫.৩৩ মিটারের সামান্য বেশি বিপদসীমার উপর দিয়ে বইছে৷ গতকাল জলস্তর ছিল ২০৫.৪ মিটার৷ কিছু দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি, লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। তাই নতুন করে যমুনার জলস্তর বৃদ্ধি পাওয়ায় চিন্তায় প্রশাসন। যমুনার জলস্তর বাড়ার ফলেই নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
শুধু দিল্লি নয় নয়ডা ও গাজিয়াবাদের কিছু অংশও প্লাবিত। নয়ডায় প্রবল বেগে যমুনার জল ঢুকছে। ভেসে যাচ্ছে রাস্তাঘাট। নয়ডার তিনটি খাটাল জলে ভেসে গেছে। গবাদি পশুদের ভেসে যাওয়ার ছবি আগেই ভাইরাল হয়েছিল। দেখা গিয়েছিল কীভাবে প্রাণের ঝুঁকি নিয়ে জল পেরিয়ে গবাদি পশুদের বাঁচাচ্ছে এনডিআরএফ-এর উদ্ধারকারী দল। লাইফবেল্ট পরিয়ে নিরাপদে তাদের বন্যার জল থেকে উদ্ধার করা হয়েছে। একটি এক কোটি টাকা দামের ষাঁড়কেও উদ্ধার করা হয়েছে।
XS
SM
MD
LG