অ্যাকসেসিবিলিটি লিংক

আন্দোলনের নামে যেকোনো সন্ত্রাস ও সহিংসতার দায় বিএনপিকেই নিতে হবে—ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আন্দোলনের নামে যেকোনো সন্ত্রাস ও সহিংসতার দায় বিএনপিকেই (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “আন্দোলনের নামে বিএনপি কোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা মোকাবিলা করবে। কোনোভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে এবং জননিরাপত্তা বিঘ্নিত হলে তার দায়দায়িত্ব বিএনপিকেই নিতে হবে”।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা জানিয়ে বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ইতিহাস বলে, সন্ত্রাস ও মিথ্যাচারই বিএনপির রাজনীতির প্রধান হাতিয়ার। বিএনপি ও তার সহযোগীরা এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বারবার ব্যাহত করেছে এবং মানুষের মনে ভীতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করে যেকোনো উপায়ে ক্ষমতা দখল করাই বিএনপির মূল লক্ষ্য।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসকারী বিএনপি নেতারা গণতন্ত্রের মুখোশ পরে জনগণের সামনে দাঁড়িয়েছেন। জনগণ মুখোশের পেছনের মুখগুলো ভালো করেই জানে তাই তারা বিএনপির কোনো আহ্বানে সাড়া দেয়নি এবং ভবিষ্যতেও জনগণের সমর্থন পাবে না।

তিনি বিএনপিকে ষড়যন্ত্রের পথ থেকে ফিরে এসে নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

আন্দোলন বানচালের চক্রান্ত করছে সরকার—মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিরোধী দলগুলোর আন্দোলন এবং বৃহস্পতিবারের মহাসমাবেশ বানচালের নতুন চক্রান্ত করছে সরকার”।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনাইটেড লইয়ার্সের আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “তারা (সরকার) গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের উত্থান এবং রাজনৈতিক আন্দোলন ঠেকাতে নতুন চক্রান্ত শুরু করেছে। জনাব ওবায়দুল কাদের এক বৈঠকে বলেছেন, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির জন্য বিএনপি সীমান্তে অস্ত্র মজুত করছে”।

মির্জা ফখরুল বলেন, “জনগণ যখন তাদের অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত আন্দোলন শুরু করছে, তখন ক্ষমতাসীন দলের নেতা এই ভয়ঙ্কর মন্তব্য করেছেন”। তিনি সতর্ক করে বলেন, “তারা (আওয়ামী লীগ) নতুন ষড়যন্ত্রের চেষ্টা করছে। আমরা এটা পরিষ্কার করে দিতে চাই যে আপনারা যদি আবার জনগণের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করেন, তবে, সকল দায়ভার আপনাদের বহন করতে হবে। জনগণ এর জবাব দেবে”।

XS
SM
MD
LG