অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের সুপ্রিম কোর্ট তার ক্ষমতাকে দুর্বল করবে এমন আইন নিয়ে ভাবছে


সোমবার ইসরাইলের তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থাকে সংশোধন করার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভের সময় একজন আহত বিক্ষোভকারীকে পুলিশ আটক করার জন্য টেনে নিয়ে যাচ্ছে। ২৪ জুলাই, ২০২৩।
সোমবার ইসরাইলের তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিচারব্যবস্থাকে সংশোধন করার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভের সময় একজন আহত বিক্ষোভকারীকে পুলিশ আটক করার জন্য টেনে নিয়ে যাচ্ছে। ২৪ জুলাই, ২০২৩।

বুধবার ইসরাইলের সুপ্রিম কোর্ট বলেছে, আদালত “অযৌক্তিক” বলে বিবেচনা করে এমন আইনগুলো বাতিল করার জন্য আদালতের কর্তৃত্ব রোধ করতে সংসদের ডানপন্থী শাসক জোটের এই সপ্তাহে পাস করা একটি আইনকে বাতিল করার জন্য সেপ্টেম্বরে তারা আবেদনের শুনানি করবে।

আইনটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরাইলের বিচার বিভাগকে ঢেলে সাজানোর বৃহত্তর পরিকল্পনার অংশ। আর এই পরিকল্পনার বিরুদ্ধে কয়েক মাস ধরে রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে এবং ইহুদি রাষ্ট্রটিকে বিভক্ত করেছে।

মঙ্গলবার সারা দেশে বেশিরভাগ চিকিৎসক এই আইনের প্রতিবাদে একদিনের জন্য ওয়াকআউট করেন এবং হাই-টেক কর্মীদের একটি দল দেশটির প্রধান সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় কালো রঙের বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করে। বিজ্ঞাপনটিতে সংসদের পদক্ষেপ সম্পর্কে লেখা ছিল, “ইসরাইলের গণতন্ত্রের জন্য একটি কালো দিন।”

দেশের সবচেয়ে ধর্মনিরপেক্ষ সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের একমাত্র ণতন্ত্র হিসেবে দেশটির অবস্থানকে ক্ষুণ্ণ করা এই পরিবর্তনের প্রতিবাদ করেছে। নেতানিয়াহুর নেতৃত্বে আইন প্রণয়ন জোট সহ আরও জাতীয়তাবাদী এবং ধর্মীয় ক্ষেত্রগুলো নিযুক্ত বিচারকদের ক্ষমতা হ্রাস করা রায়গুলো পরিবর্তনের প্রতি সমর্থন জানিয়েছে। তারা এই বিচারকদের বেশি উদার মনে করে এবং মনে করে যে তারা নির্বাচিত আইন প্রণেতাদের ক্রিয়াকলাপে হস্তক্ষেপ করে।

সেপ্টেম্বরের মামলাটি দেশের শীর্ষ আদালতকে তার নিজস্ব কর্তৃত্বের বিষয়ে রায় দেয়ার সুযোগ করে দেবে।

আদালত বলেছে, ইসরাইলের সংসদ নেসেট সেপ্টেম্বরে ছুটি থেকে ফিরে আসার পরে নতুন আইনটি বিবেচনা করবে।

গুড গভর্নেন্স গ্রুপ, মুভমেন্ট ফর কোয়ালিটি গভর্নমেন্ট ইন ইসরাইল তাদের আবেদনে দাবি করেছে, আইনটি ইসরাইলের গণতান্ত্রিক অবস্থানকে ক্ষুণ্ণ করে এবং এটি একটি ত্রুটিপূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পাস করা হয়েছিল।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG