অ্যাকসেসিবিলিটি লিংক

নারী ফুটবল বিশ্বকাপের নকআউট পর্যায়ে স্পেন ও জাপানের উত্তরণ


নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত স্পেন বনাম জাম্বিয়া ম্যাভে স্পেনের ওলগা কারমোনা (বায়ে) লাফ দিয়ে জাম্বিয়ার র‍্যাচেল কুন্দানাঞ্জির সঙ্গে বল দখলের লড়াইয়ে মেতে উঠেছেন (২৬ জুলাই, ২০২৩)
নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত স্পেন বনাম জাম্বিয়া ম্যাভে স্পেনের ওলগা কারমোনা (বায়ে) লাফ দিয়ে জাম্বিয়ার র‍্যাচেল কুন্দানাঞ্জির সঙ্গে বল দখলের লড়াইয়ে মেতে উঠেছেন (২৬ জুলাই, ২০২৩)

বুধবার জেনিফার হেরমোসো তার ১০০তম আন্তর্জাতিক ম্যাচে এক জোড়া গোল উপহার দিলে জাম্বিয়ার বিরুদ্ধে স্পেন ৫-০ গোলে জয়লাভ করে। যার ফলে স্পেন ও জাপান উভয়ই নারী ফুটবল বিশ্বকাপের নকআউট রাউন্ডে পৌঁছে গেছে।

রাউন্ড অফ সিক্সটিনে প্রথম ২ দল হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে স্পেন ও জাপান। সোমবার পরবর্তী পর্যায়ে উত্তরণের জন্য এই ২ দল পরস্পরের মুখোমুখি হবে।

চিলি ইডেন পার্কে অনুষ্ঠিত স্পেন-জাম্বিয়া খেলায় মাত্র ২০ হাজার ৯৮৩জন দর্শক উপস্থিত ছিলেন, যা নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহরে অনুষ্ঠিত ৪টি খেলার মধ্যে সর্বনিম্ন উপস্থিতি।

স্পেনের এই জয়ে ‘লা রোহা’ নামে পরিচিত দলটি ও জাপান গ্রুপ সি থেকে পরের পর্যায়ে পৌঁছিয়েছে। উভয় দলই ৬ পয়েন্ট হাতে নিয়ে পরবর্তী খেলায় অংশ নেবে। অর্থাৎ, যে দল জয়ী হবে, তারাই পরবর্তী পর্যায়ে যেতে পারবে। খেলা ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে স্পেন টাইব্রেকিং সুবিধা পাবে।

এবারই নারী বিশ্বকাপে জাম্বিয়ার অভিষেক হয়েছে। দেশটি এখনো এই প্রতিযোগিতায় তাদের প্রথম পয়েন্ট ও গোলের মুখ দেখার অপেক্ষায় রয়েছে।

সোমবার স্পেন, জাপানের মুখোমুখি হবে। এ খেলায় নির্ধারিত হবে সি গ্রুপ থেকে কোন দলটি নকআউট পর্যায়ে যেতে পারবে। এছাড়াও, সোমবার জাম্বিয়া হ্যামিল্টনে কোস্টারিকার মুখোমুখি হবে। জাম্বিয়া ও কোস্টারিকা উভয় দলই ইতোমধ্যে গ্রুপ সি থেকে পরবর্তী পর্যায়ে উত্তরণের লড়াই থেকে বিদায় নিয়েছে।

XS
SM
MD
LG