অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে শনিবার ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি


ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে শনিবার ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন বিএনপি
ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথে শনিবার ৫ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন বিএনপি

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে, শনিবার (২৯ জুলাই) বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ““সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করা হবে।”

নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহাসমাবেশ শুরু হয়।

বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ সমাবেশের আয়োজন করে। দুপুর সোয়া ২টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিতে শুক্রবার সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী সমবেত হন।

ফকিরাপুল থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়ক ও গলিতে বিএনপি নেতা-কর্মীদের ভিড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শান্তিনগর পর্যন্ত শূন্যস্থানে ছড়িয়ে পড়ে এই সমাবেশ। বিএনপির নেতা-কর্মীদের অনেকে অভিযোগ করেন, রাজধানীর প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির সম্মুখীন হয়েছেন তারা।

XS
SM
MD
LG